“শীতের রাতে পথে শীতার্ত কুকুর করছে আর্তনাদ, তাতে যেনো ব্যাথীত হয়েছে গগনের ঐ চাঁদ। শুনেছি আমি বস্ত্রহীন শীতার্ত মানুষের হাহাকার”। চলমান করোনা মহামারী প্রাদুর্ভাব সাথে জেঁকে বসা হাড়কাঁপানো শীতের করোনে জনজীবনের প্রায় নাজেহাল অবস্থা। গ্রাম অঞ্চলে যার তীব্রতা হয়ে উঠে আরো ভয়াবহ। এমনি বাস্তবতায় “লিও ক্লাব অফ বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির” সদস্যগন উষ্ণতা নিয়ে শীতার্তদের পাশে দাড়ানোর ক্ষুদ্র উদ্যোগ নেয়।

গত ৮ই জানুয়ারি ২০২১ ইং রোজ শুক্রবার কুমিল্লার চান্দলায় সুবিধাবঞ্চিত ৪০০ এর অধিক পরিবারের হাতে কম্বল তুলে দেয়া হয়। উক্ত আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিও ক্লাব অফ বিইউএফটির চার্টার প্রেসিডেন্ট এবং লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল ৩১৫ এ১ এর ডিস্ট্রিক্ট সেক্রেটারি জনাব লিও আম্মার ইসলাম রাহিল এবং উপস্থিত ছিলেন লিও ক্লাব অফ বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি এর ক্লাব প্রেসিডেন্ট (২০২০-২১ বর্ষ) লিও শিহাব আহমেদ তানভীর, ক্লাব ট্রেজারার (২০২০-২১ বর্ষ) লিও মমিনুল হক রাহাত, ট্রেইনার এন্ড ট্রেন্টিং কো-অর্ডিনেটর লিও লাবিব মুহতাদি, ব্রান্ডিং এন্ড প্রমোশন চেয়ারপার্সন লিও সামিউন আহাম্মেদ, মিডিয়া এন্ড ফটোগ্রাফি চেয়ারপার্সন লিও মিজানূন হোসাইন, টিম লিডার লিও গাজী মহসিন। এবং স্থানীয় ভাবে সহযোগিতায় ছিলেন চান্দলা স্পোর্টস একাডেমি এর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আতিকুল ইসলাম মামুন সহ আরো অনেকে।
উপস্থিত সকলের সহযোগিতায় পুরো আয়োজনটি যথাযথভাবে সম্পন্ন হয়। পুরো আয়োজনটির সার্বিক সহযোগিতায় ছিলেন লায়ন্স ক্লাব অফ ঢাকা কিংস (ডিস্ট্রিক্ট ৩১৫ এ ১, বাংলাদেশ)। লিও ক্লাব অফ বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি এর এই আয়োজনটি বাস্তবায়নের জন্য যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা।
News Reporter Mahamudul Hasan Munna Research Assistant,Bunon BGMEA University of Fashion & Technology