SKTEC career club (SKCC) এর ফেসবুক পেজে ১০০০ ফলোয়ার উপলক্ষে SKCC অনলাইন কুইজ প্রতিযোগিতা -২০২০ এর আয়োজন করে। প্রোগ্রামটির মিডিয়া পার্টনার হিসেবে ছিলো বাংলা টেক্সটাইল ম্যাগাজিন বুনন। উক্ত কুইজ প্রতিযোগিতায় ৬ টি সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজসহ বাংলাদেশের বিভিন্ন টেক্সটাইল শিক্ষা প্রতিষ্ঠানের ২০৮ জন শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহন করে। কুইজ প্রতিযোগিতায় সর্বমোট ৩০টি প্রশ্ন ছিল এবং সময় ছিল ৩০ মিনিট। ১৮ তারিখ বৃহস্পতিবার রাত ১০টার দিকে এসকেটেক ক্যারিয়ার ক্লাবের ফেসবুক অফিশিয়াল পেজ থেকে প্রতিযোগিতার সেরা ৫ জনের নাম প্রকাশ করা হয়।
তারা হলেন:
১.সায়েদ মাহমুদ হৃদয় (NITER)
২.মোঃ মইমিনুল ইসলাম (SKTEC)
৩.মোঃজাহিদ হোসেন (SKTEC)
৪.মোঃ আসাদ হোসাইন খান (BUFT)
৫.আল ওয়াদুদ (DWMTEC)

বর্তমান করোনা পরিস্থিতিতে এসকেটেক ক্যারিয়ার ক্লাবের অনলাইন কুইজ প্রতিযোগিতাটি টেক্সটাইল অধ্যায়নরত শিক্ষার্থীদের নিজেদের মেধা যাচাইয়ের জন্য অন্যতম মাধ্যম ছিলো । এসকেটেক ক্যারিয়ার ক্লাবের টেক্সটাইল অলিম্পিয়াড সিজন-০২ এর অনলাইন প্রতিযোগিতাটির সূত্র ধরে পুরো দেশের টেক্সটাইল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য আরো বড় কিছু ইভেন্ট উপহার দেওয়ার জন্য কাজ করছে SKCC.
Writer: Shantonu Roy Shanto 3rd Batch SKTEC