পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর টেক্সটাইল ডিপার্টমেন্ট এর এক মাত্র সংগঠন টেক্সটাইল ক্লাব-পিসিআইইউ এর সপ্তাহব্যাপী Member Recruitment Fest (MRF) 2020 অনুষ্ঠিত হয় গত ২৫ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর। এই ইভেন্টের মাধ্যমে মূলত ক্লাবে নতুন সদস্য সংযোজন করা হয় বিভিন্ন যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে।
অত্র ক্লাবের MRF -2020 ইভেন্টকে ঘিরে টেক্সটাইল শিক্ষার্থীদের শিক্ষামূলক সংগঠনের সাথে যুক্ত হওয়ার প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরে সৌজন্য বার্তা প্রদান করেন সাবেক এবং বর্তমান সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক গণ। সভাপতি মোঃ আবদুল্লাহ আল ইব্রাহিম তার সৌজন্য বার্তায় বলেন, “টেক্সটাইল ক্লাব আমাদের টেক্সটাইল ডিপার্টমেন্ট এর সকল সিনিয়র জুনিয়রদের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করে। আমরা ক্লাব এর মাধ্যমে বিভিন্ন শিক্ষামূলক এবং ক্যারিয়ার গঠনে সহযোগিতামূলক স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ক্যারিয়ার প্রোগ্রাম সহ নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করে থাকি এবং ক্লাব এর সদস্যদের ভবিষ্যতের জন্য উপযুক্ত করে গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করি।”
MRF এ অংশ নিয়ে অত্র ক্লাবের সদ্য সদস্য হওয়া শিক্ষার্থী আশিক জাবেদ বলেন “আমি ক্লাব এর সাথে যুক্ত হয়ে নিজের নেতৃত্ব গুন ও দক্ষতা বৃদ্ধি করত পারব বলে আশা করছি আমার ক্যারিয়ার গঠনে ক্লাব সঠিক দিক নির্দেশনা দিয়ে সহযোগিতা করবে সেই প্রত্যাশা করি।”
প্রশ্ন করা হয়েছিল MRF এর দায়িত্বে থাকা মানব সম্পদ বিষয় ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মুহাম্মদ তৈয়বকে তারা MRF এ কি পরিমান সাড়া পাচ্ছেন? তিনি জানান, ” MRF এর মাধ্যমে নতুনদের মধ্যে সাড়া পাচ্ছি ভালো এবং বিভিন্ন শিক্ষামূলক প্রোগ্রাম এর মাধ্যমে ক্লাব নতুনদের নিয়ে আরো একধাপ এগিয়ে যাবে। ক্লাবে সদ্য যুক্ত হওয়া নতুন সদস্যদের জন্য বিভিন্ন দক্ষতা বৃদ্ধি বিষয়ক ট্রেনিং সেশন, উপহার সামগ্রী প্রদান করা হবে। মেম্বাররা অনেক আগ্রহের সাথে যুক্ত হচ্ছে। ক্লাব এক্টিভিটিসে তারাও সমান অবদান রাখবে বলে আশা রাখছি।”
উল্লেখ্য পিসিআইইউ টেক্সটাইল ক্লাব একটি অরাজনৈতিক সংগঠন। ইতিমধ্যে বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম থেকে শুরু করে র্যাগ প্রোগ্রাম, গেমিং ফেস্ট, কুইজ প্রতিযোগিতা সহ মহামারী করোনায় অসহায়দের সাহায্য এর মত বড় বড় কার্যক্রম সফলতার সাথে সম্পন্ন করেছে চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্লাবটি। তরুণ প্রজন্মকে দক্ষ ও নেতৃত্বগুণাবলী সম্পন্ন করে গড়ে তুলতে সামনের দিনগুলোতে আরও কার্যকর ভূমিকা রাখবে অত্র ক্লাব, সেই প্রত্যাশাই রইলো।
(রিপোর্টটি তৈরি করতে এবং তথ্য দিয়ে সহযোগিতা করছেন টেক্সটাইল ক্লাব -পিসিআইইউ এর প্রেস মিডিয়া টিম)
Youre so cool! I dont suppose Ive read anything like this before. So good to seek out somebody with some authentic ideas on this subject. realy thanks for starting this up. this web site is one thing that’s needed on the internet, someone with a little bit originality. helpful job for bringing something new to the internet!
Terrific work! This is the type of information that should be shared around the web. Shame on Google for not positioning this post higher! Come on over and visit my website . Thanks =)
I’m not sure why but this website is loading extremely slow for me. Is anyone else having this problem or is it a problem on my end? I’ll check back later on and see if the problem still exists.