ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট),শিক্ষার্থীদের অফিশিয়াল ইমেইল আইডি(Studentid@student.duet.ac.bd) প্রদান করছে। ক্যাম্পাসকে ডিজিটাল করার লক্ষ্যে উক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগা্যোগ প্রযুক্তি( আইসিটি)সেল দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। যার ফলে শিক্ষার্থীরা তাদের কোর্স রেজিস্ট্রেশন, এটেন্ডেন্স,সেলেবাস,কারিকুলাম সহ প্রায় সকল প্রশাসনিক কাজ অনলাইনে করে থাকে। এছাড়া তারা সম্পূর্ন ক্যাম্পাসজূড়ে উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট ব্যবহারের সুয়োগ পায়।
নভেল করোনা ভাইরাসের মধ্যেই ডুয়েটের ছাত্র-ছাত্রীদের জন্য দারুন এক সংবাদ নিয়ে এলো উক্ত বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল । গত ২৯/০৭/২০২০ তারিখে আইসিটি সেলের চেয়ারম্যান প্রফেসর ড. ফজলুল হাসান সিদ্দিকী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের অফিশিয়াল ইমেইল আইডি(Studentid@student.duet.ac.bd) প্রদান ,করণীয় ,সুযোগ-সুবিধার বিষয়ে জানানো হয়। উক্ত ইমেইল সার্ভিস অধিকরণের লক্ষ্যে ইতেমধ্যেই যাবতীয় প্রক্রিয়া UGR , PGR হালনাগাদ সম্পন্ন করা হয়েছে।
উক্ত অফিশিয়াল ইমেইল আইডি ব্যবহার করে নিম্নোক্ত সুবিধা পাওয়া যাবে-
১।UGR, PGR, Journal, Online Library, ELP Platform সহ ডুয়েটের সকল সিস্টেমে এক্সেস করা যাবে ।
২।আইসিটি সেল কর্তৃক সরাবরাহকৃত সকল Software, ebook, Video Tutorial ,Research paper এক্সেস করা যাবে।
৩।Unlimited Cloud space on OneDrive.
৪। Free access of MS Office online version.
৫। JetBrains এর সফটওয়ার সমূহ এডুকেশনাল লাইসেন্স সহ ফ্রি ডাউনলোড করা যাবে ।
৬। Autodesk এর সফটওয়ার সমূহ( Auto CAD, FormIt Pro, Dynamo Studio, Maya, Vehicle Tracking, VRED Professional, DWG, Autodesk Fusion 360 etc ) এডুকেশনাল লাইসেন্স সহ ফ্রি ডাউনলোড করা যাবে ।
৭। GitHub Student Developer Pack সহ প্রচুর প্রোগ্রামিং সফটওয়ার Travis CI, Amazon web services ,Digital Ocean, HeroKu সহ আরও অনেক কিছু ।
উক্ত খবরে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মোঃ আবু দারদা বলেন- অফিশিয়াল মেইল পেয়ে আমরা আনন্দিত এবং ইহার মাধ্যমে Research Gate এর একাউন্ট খুলতে ও Springer, Elsevier,Science Direct, SAGE ইত্যাদি পাবলিশার হতে রিসার্চ পেপার ফ্রি ডাউনলোড করতে আর কোনো বাধা থাকলো না।
এ বিষয়ে মুঠোফোনে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আব্দুস সাহিদ বলেন- এটা ছাত্র-ছাত্রীদের যুগের সাথে তাল মিলিয়ে বিশ্বমানের শিক্ষা প্রদানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের একটি পদক্ষেপ মাত্র। যা শিক্ষার্থীদের ইন্টারনেটে এডুকেশনাল রিসোর্স পেতে সহায়ক ভূমিকা পালন করবে। এছাড়াও শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে যোগাযোগ এবং চলমান অনলাইন ক্লাসকে আরও ফলপ্রসু করতে অবদান রাখবে। এসময় তিনি সবাইকে পবিত্র ইদুল আযহার অগ্রিম শুভেচ্ছা জানান।
Reporter: Md.Tanvir Hossain DUET Sr.Research Assistant, Bunon