পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অন্যতম বৃহৎ সংগঠন “PCIU Volunteers” আয়োজন করতে যাচ্ছে কর্পোরেট দক্ষতা বিষয়ক প্রোগ্রাম “Skill for Career Progression” (SCP)।
দীর্ঘ এক মাসব্যাপী এ প্রোগ্রামে দেশের বিভিন্ন খ্যাতনামা ট্রেইনাররা ট্রেনিং প্রদান করবেন। এতে ১৩+ সেশন রাখা হচ্ছে বিভিন্ন দক্ষতা বৃদ্ধির উপর এবং ১২ জন ট্রেনার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন। রিসিউমি, কভার লেটার, পাবলিক স্পিকিং, লিংকডিন, প্রেজেন্টেশন, এ্যাকাডেমিক রাইটিং, পাওয়ার পয়েন্ট, যোগাযোগ দক্ষতা, টিম ওয়ার্ক, কর্পোরেট বিহেভিয়ার, চতুর্থ শিল্প বিপ্লবে তরুণদের প্রস্তুতি, লিডারশীপসহ বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণ দেওয়া হবে যা শিক্ষার্থীদের কর্পোরেট সেক্টরে প্রবেশের আগে তাদের দক্ষতা বৃদ্ধি করবে এবং অভিজ্ঞতা অর্জন করতে কার্যকরী ভূমিকা রাখে।
PCIU Volunteers সবসময় শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে তারা “শেয়ারিং হ্যাপিনেস”, “লেভেন্ডার আইডিয়াস মাইন্ড”, “শীতের হাসি”-সহ বিভিন্ন দারুণ প্রজেক্ট করেছে। এরই ধারাবাহিকতায় এইবারের আয়োজন -“SCP”। এতে প্রায় ১৫০+ শিক্ষার্থী অংশগ্রহন করবে।
এই আয়োজনে যারা অংশগ্রহণ করবে, তাদের মূল্যায়নের মধ্যে দিয়ে “SCP Graduate” হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। আশা করা যায়, তাদের এই আয়োজন দক্ষ মানব সম্পদ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং প্রতিযোগিতামূলক চাকরির ক্ষেত্রে তারা এগিয়ে থাকবে।
ইতিমধ্যে রেজিষ্ট্রেশন শুরু হয়েছে, যা চলবে ১২ই অক্টোবর, ২০২১ পর্যন্ত এবং সেশন শুরু হবে ১৫ই অক্টোবর, ২০২১ থেকে। PCIU Volunteers এর অফিশিয়াল ফেসবুক পেইজ ও গ্রুপসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ বিষয়ে বিস্তারিত দেওয়া আছে। গুরুত্বপূর্ণ এই বৃহৎ আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে “বুনন”।
রিপোর্টার- তুষ্টি বড়ুয়া ক্যাম্পাস প্রতিনিধি, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি