গত ১৩ জানুয়ারী পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপসচিব মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত এক অধ্যাদেশের মাধ্যমে ইঞ্জিনিয়ার মোঃ সাইফুর রহমান কে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বেগমগঞ্জ, নোয়াখালী’র অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়। ইতিপূর্বে, তিনি চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সহকারী অধ্যাপক (কারিগরি) হিসেবে দায়িত্বরত ছিলেন।
উল্লেখ্য অধ্যক্ষ, ইঞ্জিনিয়ার এ কে এম ফজলুল হক গত ৩১ ডিসেম্বর সফলভাবে ২৫ বছর চাকুরী জীবনের পরিসমাপ্তি করেন। ফলে নোয়াখালী টেক্সটাইলের অধ্যক্ষের পদটি শূন্য হয়ে যায়। নবনিযুক্ত ইঞ্জিনিয়ার মোঃ সাইফুর রহমান নিয়োগের মধ্য দিয়ে শূন্যবস্হার সমাপ্তি হয়।
এতে করে, ইঞ্জিনিয়ার সাইফুর রহমান নেতৃত্বে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বেগমগঞ্জ, নোয়াখালী ক্রমবর্ধমান সমৃদ্ধি পথে আরো এক ধাপ অগ্রসর হবে। বুনন পরিবারের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার সাইফুর রহমান স্যারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
ইঞ্জিনিয়ার মোঃ সাইফুর রহমান
ইঞ্জিনিয়ার সাইফুর রহমান সুজন অধ্যক্ষ হিসেবে পদোন্নতি পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন বুননের ফাউন্ডার মাজেদুল হাসান শিশির, আসিফ বিন আসগর, সৈকত হোসেন সোহেল, ওয়েজ আহমাদ রিপন, জোবায়ের হোসেন নয়ন সহ বিভিন্ন সংস্হা ও সংগঠনের নেতৃবৃন্দ।
পদোন্নতি পেয়ে উচ্ছ্বাসের সহিত সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার সাইফুর রহমান। তিনি বলেন, ” বাংলাদেশ সরকার আমার প্রতি যে দায়িত্ব অর্পন করেছেন সেটা আমি নিষ্ঠার সহিত পালন করে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষা ব্যবস্থাকে আরো সমৃদ্ধি করতে চাই। এ ব্যাপারে আমি সকলের দোয়া কামনা করছি।”
রিপোর্টারঃ মোঃ মেহেদী হাসান ক্যাম্পাস এম্বাসেডর, বুনন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বেগমগঞ্জ, নোয়াখালী
tinder app , how to use tinder https://tinderdatingsiteus.com/
free online dating https://freedatingsiteall.com
Wow, superb blog layout! How long have you been blogging for?
you made blogging look easy. The overall look of your website is magnificent, let alone the
content!
I couldn’t resist commenting. Perfectly written!
Do you need more clients?
We have amazing databases starting at $9.99 until the end of the Month!
Visit us at StarDataGroup.com