গত ৩রা জুন ২০২২ রাত ৯.০০টায় ‘সিটেক ক্যারিয়ার ক্লাব” এর উদ্যোগে আয়োজিত হয়েছে “পাবলিক স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট” শীর্ষক ওয়েবিনার। উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ, চট্টগ্রাম এবং দেশের অন্যান্য ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্য থেকে প্রায় একশত জন শিক্ষার্থী।
প্রধান অতিথি হিসেবে উক্ত ওয়েবিনারটি উদ্বোধন করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ, চট্টগ্রামের অধ্যক্ষ জনাব ইঞ্জিঃ মোঃ আলী আজম রোকন। বিশেষ অতিথি এবং কি নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ”ডিবেট বাংলাদেশ” এর প্রেসিডেন্ট জনাব মেহেদী হাসান।
এছাড়াও “ম্যারিকো বাংলাদেশ” এর সহকারি পরিচালক(সেল্স) জনাব আলতাফ হোসাইন রাজু যুক্ত হওয়ার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে যুক্ত হতে পারেন নি। ওয়েবিনারটি পরিচালনা করেন ‘সিটেক ক্যারিয়ার ক্লাব’ এর প্রেসিডেন্ট ১১তম ব্যাচের শিক্ষার্থী নাজিম উদ্দিন।
জনাব মেহেদী হাসান বলেন, ❝কর্মক্ষেত্রে যেকোনো পরিস্থিতিতে সবচেয়ে সুন্দর ফলাফল বের করতে হলে প্রয়োজন চমৎকার উপস্থাপনা আর সুন্দর করে বুঝিয়ে বলার ক্ষমতা। আর এ ক্ষমতা অর্জন করতে হলে প্রয়োজন বারবার নিজে নিজে অনুশীলন আর জ্ঞানগত সক্ষমতা অর্জন করা।❞
ক্লাবের প্রেসিডেন্ট নাজিম উদ্দিন বলেন, “পাবলিক স্পিকিং এ নিজেদের দক্ষ করে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে আমরা বাস্তব জীবন কিংবা কর্পোরেট জগতে নিজেদেরকে অনন্যভাবে উপস্থাপন করতে পারবো। ইফেক্টিভ কমিউনিকেশন কর্পোরেট জগতে দ্রুত সফলতা অর্জন করার পথ সুগম করে দেয় ।”
উপস্থিত শিক্ষার্থীরা সরাসরি প্রশ্ন করার মাধ্যমে নিজেদের অজানা বিষয়গুলো অতিথিদের থেকে বিশদভাবে জানতে পারেন। ওয়েবিনারটিতে অত্র কলেজের সম্মানীত শিক্ষকবৃন্দ, ক্লাবের মডারেটর এবং অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত ওয়েভিনারে বক্তারা একজন সুবক্তা এবং জনসম্মুখে সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে সক্ষম শিক্ষার্থী হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য বর্তমান শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক পরামর্শ এবং নিজেদের জীবনের গল্পগুলো তুলে ধরেন। বক্তারা আরো বলেন, “ব্যক্তিগত স্কিল ডেভেলপমেন্ট,উপর্যুপরী অনুশীলন এবং তীব্র ইচ্ছা সহকারে কাজ করতে পারলেই সময়ের পরিক্রমায় একজন সফল স্পিকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব।”
রিপোর্টার:
নাজমুর রব্বানী, শিক্ষার্থী (১৩তম ব্যাচ)
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ, চট্টগ্রাম