শিক্ষার্থীদের নোবেল প্রাইজখ্যাত বিশ্বের সবচেয়ে বড় প্রতিযোগিতা, হাল্ট প্রাইজ হ’ল অলাভজনক প্রতিষ্ঠান যেটি বার্ষিক কিংবা বাৎসরিকভাবে একটি প্রতিযোগিতা আয়োজন করে যেটায় খাদ্য সুরক্ষা, পানির সঠিক ব্যাবস্থাপনা, শক্তি এবং শিক্ষার মতো বিষয়গুলিসহ, সামাজিক সমস্যা নিরুপায় করার মত চ্যালেঞ্জগুলো দিয়ে বিশ্বব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজর শিক্ষার্থীদের থেকে গনভাবে-সমাধান উৎস কিংবা আইডিয়াগুলো সংগৃহীত ও উজ্জীবিত করে। এটি এক ধরণের কেস প্রতিযোগিতার মতো বলতে পারেন।
পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয় হাল্ট প্রাইজ ২০২০-২১ অন ক্যাম্পাস প্রোগ্রাম। সর্বমোট ৭২টি টিম,২৪ জন জাজ, ১৪ জন মেন্টর, ২২ জন ওরগানাইজিং কমিটি মেম্বার, ১৪ জন ফেসিলেটর, ১০ জন ভলিন্টিয়ার তথা ক্যাম্পাসের প্রায় ৭৫% শিক্ষার্থীসহ ৩৫০-৪০০ জন স্বতঃস্ফুর্তভাবে বিভিন্নভাবে এবং পর্যায়ে যুক্ত থাকেন। ৭২ টি টিমের ৭ টি পৃথক পৃথম গ্রুপ পর্বের কম্পিটিশন শেষে সর্বশেষ টপ ১৫ টি টিম সিলেক্ট করেন জাজরা, ১৫ টি টিমই তাদের সেরাটি দেওয়ার চেষ্টা করেছে। ১৫ টি টিম থেকে মহামান্য বিচারকগণ চ্যাম্পিয়ন, রানার্স আপ, ২য় রানার্স আপ টিম সিলেক্ট করেন কিন্তু এই সিলেকশনটি ছিলো বেশ কষ্টসাধ্য কেননা প্রতিটি টিমই তাদের সেরাটা দিয়ে লড়াই করেছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য।
এখন জেনে নেওয়া যাক আমাদের চ্যাম্পিয়ন, ১ম রানার্সআপ, ২য় রানার্সআপ টিম এবং তাদের টিম মেম্বারদের নিয়ে- চ্যাম্পিয়ন দল – “ইউনিক আই” দলনেতা- শাহরিয়ার রহমান (১৩ তম ব্যাচ) অন্য সদস্য: মোঃ ইসতিয়াক আশরাফ (১৩ তম ব্যাচ) ২.তাইমুর রেজা ওলিক (১৩ তম ব্যাচ)।
প্রথম রানার-আপ দল- “এলিট ট্রায়ো” দলনেতা- আসিফা জামান (১১ তম ব্যাচ) অন্য সদস্য: ১.মোঃ আবু সৈয়দ আবদুল্লাহ (১১ তম ব্যাচ) ২.মিরজা আল-ফাতিহা (১১ তম ব্যাচ)
২য় রানার আপ দল- “স্পিনিং স্কোয়াড” দলের নেতা- অভিষেক সাহা (১১ তম ব্যাচ) অন্য সদস্য: ১.সিজান মাহমুদ প্রান্ত (১১ তম ব্যাচ) ২.মোঃ হাশানুর বান্না রাফি (১১ তম ব্যাচ)।
এই প্রতিযোগিতার মাধ্যমে শুধু আমরা আমাদের চ্যাম্পিয়ন টিম বা সেরা প্রতিযোগীদের পাই নাই বরং নতুন প্রজন্মের মাঝে উদোক্তা হবার এবং নতুন কিছু ভাবার আলোড়ন সৃষ্টি করতে পেরেছি যা আমাদেরকে উন্নতির পথে অনেকটা এগিয়ে দিবে।