শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশালের প্রাক্তন ছাত্রদের এসোসিয়েশনের কমিটি প্রকাশ হয়েছে। কলেজের নতুন ছাত্রদের অনুপ্রেরণা, গাইডলাইন, চাকুরীক্ষেত্রে শক্ত নেটওয়ার্ক তৈরি ও সার্বিক ওয়েলফেয়ারের জন্য এই সংগঠনটির যাত্রা শুরু হয়েছে। দেশের সমগ্র টেক্সটাইল সেক্টরের সাথে কলেজটির প্রবীণ ও নবীণ শিক্ষার্থীদের মধ্যে একটি দীর্ঘমেয়াদী সম্পর্ক বজায় রাখবে সংগঠনটি। ৩ সেপ্টেম্বর, ২০২১ এ উত্তরা ঢাকায় একটি মিলনমেলা অনুষ্ঠানের মধ্যদিয়ে সংগঠনটির চূড়ান্ত কমিটি প্রকাশ করা হয়।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সাত্তার শিকদার, প্রজেক্ট ডিরেক্টর, বুটেক্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ মজিবুর রহমান, সাবেক অধ্যক্ষ, সারসটেক। ইঞ্জিনিয়ার এনামুল হক, সাবেক অধ্যক্ষ, টেক্সটাইল ইন্সটিটিউট, টাঙ্গাইল। এছাড়া ভার্চুয়ালভাবে যুক্ত ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল কাদের বেপারী, অধ্যক্ষ, সারসটেক।
সম্পূর্ণ কমিটির তালিকাঃ


Association of SARSTEC Alumni (ASA) এর কমিটিতে সভাপতির দায়িত্ব পান ইঞ্জিনিয়ার মোঃ জহির উদ্দিন মোহাম্মদ বাবর। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহন করেন ইঞ্জিনিয়ার নাহিদ মোরশেদ। এছাড়াও ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম সুমন, হাবিবুর রহমান সৈকত, আমিনুল ইসলাম বাপ্পি সহ আরো অনেকে সংগঠনটির বিভিন্ন পদে দায়িত্ব গ্রহন করেন৷ অনুষ্ঠানটির এক পর্যায়ে এসোসিয়েশনটির নতুন সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন “সারসটেকের পাশাপাশি দেশের সকল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো নিয়েও কাজ করবে সংগঠনটি এবং সারসটেকের সাথে যোগসূত্র স্হাপন করবে কলেজগুলোর।”
রিপোর্টারঃ জোবায়ের হোসাইন নয়ন প্রধান সম্বন্বয়ক, বুনন