ডেস্ক রিপোর্ট, বুনন
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) এর সামার ও ফল-২০২১ ব্যাচের নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম, ০৬ সেপ্টেম্বর, ২০২১ ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। প্রায় ৭০০ নতুন শিক্ষার্থী এই অনুষ্ঠানে যোগ দেয়।
ড. রুবানা হক, চেয়ারপারসন, মোহাম্মদী গ্রুপ ও সাবেক প্রেসিডেন্ট, বিজিএমইএ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন। তিনি শিক্ষার্থীদের দেশের উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে জ্ঞানগত যোগ্যতা বাড়াতে এবং সময়ের সদ্ব্যবহারের পরামর্শ দেন। এসময় তিনি বিইউবিটি শিক্ষার্থীদের তার গ্রুপ অব কোম্পানিসমূহে ইন্টার্নশিপের প্রস্তাব দেন।
অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান, সম্মানিত ভাইস চ্যান্সেলর, বিইউবিটি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং তার বক্তব্যে তিনি বিইউবিটিতে নবীনদের স্বাগত জানান। তিনি নবীনদের আজীবন শিক্ষার্থী হওয়ার পরামর্শ দেন যাতে তারা ২১ শতকের প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ হতে পারে।
প্রফেসর ড. মো. আলী নূর, প্রো-ভাইস চ্যান্সেলর, বিইউবিটির ক্লাবসমূহের প্রধান বৈশিষ্ট্য এবং শিক্ষার্থীদের বিভিন্ন সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম ও সফলতা তুলে ধরেন।
অধ্যাপক সৈয়দ আনোয়ারুল হক, ডিন, কলা ও মানবিক অনুষদ, অধ্যাপক ড. সৈয়দ মাসুদ হুসেন, ডিন, ব্যবসায় ও সামাজিক বিজ্ঞান অনুষদ, অধ্যাপক ড. সৈয়দ সরফরাজ হামিদ, ডিন, আইন অনুষদ, অধ্যাপক ড. আলী আহমেদ, ডিন, প্রকৌশল ও ফলিত বিজ্ঞান অনুষদ এবং কোষাধ্যক্ষ, বিইউবিটি তাদের নিজ নিজ অনুষদের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। ড. মো. হারুন-অর-রশিদ, রেজিস্ট্রার, অধ্যাপক এবি মো. বদরুদ্দোজা মিয়া, পরীক্ষা নিয়ন্ত্রক, এবং উইং কমান্ডার (অব.) মো. মোমেনুল ইসলাম, প্রক্টর, বিইউবিটি বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন এবং বিইউবিটির শৃঙ্খলাবিধি নবাগতদের কাছে উপস্থাপন করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. সাব্বির আহমেদ চেয়ারম্যান, ইংরেজি বিভাগ, বিইউবিটি ।
বিইউবিটি ট্রাস্ট সদস্য ও বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা – কর্মচারী এবং কিছুসংখ্যক বর্তমান শিক্ষার্থীও অনুষ্ঠানে যোগ দেন।