33 C
Dhaka
Wednesday, August 17, 2022
Home Campus News Bangladesh বিজিএমইএ ইউনিভার্সিটি’র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অভিনব উদ্যোগ

বিজিএমইএ ইউনিভার্সিটি’র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অভিনব উদ্যোগ

বাংলাদেশের টেক্সটাইল ও ফ্যাশন নির্ভর অন্যতম প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজি জন্মলগ্ন থেকেই উন্নত ও মানসম্পন্ন শিক্ষা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এবার বিশ্ববিদ্যালয়টির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯২ ব্যাচের শিক্ষার্থীরা উদ্যোগ নিয়েছে এক ভিন্ন ধরণের কর্মসূচির।

ওয়েস্ট ম্যাটারিয়ালস (ফলের খোসা ,পেঁয়াজের খোসা, চা -কফির অবশিষ্টাংশ,  ইত্যাদি ), এছাড়াও বিভিন্ন শস্য এবং গাছ-গাছালির মূল, পাতা, ফুল,ফল এর মাধ্যমে ন্যাচারাল ডায়েইং (কালার) প্রস্তুত করে এবং শিক্ষার্থীদের নিজ হাতে তৈরিকৃত পোশাক কে কালার করে কোর্স টিচারের দেয়া এসাইনমেন্ট সম্পন্ন করে। শিক্ষার্থীরা তাদের নিজ হাতে তৈরী করা পোশাক  সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের উপহার হিসেবে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।

ঈদ কে সামনে রেখে এমন উদ্যোগ যেনো হাসি ফুটিয়ে তুলেছে অসহায় এই মানুষদের মুখে। পোশাক তৈরীর সম্পূর্ণ এই এসাইনমেন্ট তদারকি করেছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার রাইজুল ইসলাম স্যার।

এ সম্পর্কে কোর্স টিচার রাইজুল ইসলাম স্যারের অনূভুতি জানতে চাইলে তিনি বলেন, “শিক্ষার্থীরা এই এসাইনমেন্টে নিজ হাতে কাটিং, সুইং, ডাইং এবং ফিনিশিং যেমন শিখতে পেরেছে তেমনি এই পোশাক দুস্থদের মাঝে উপহার দেয়ার ফলে মানবিকতার পরিচয়ও দিয়েছে। এতে শিক্ষার্থীদের  চারিত্রিক বৈশিষ্ট্যেরও উন্নতি ঘটবে।”

পোশাক বিতরণ কর্মসূচি অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মানিত ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আবু বকর সিদ্দিকী স্যার। স্যার এই কর্মসূচি সম্পর্কে বলেন, “শিক্ষার্থীদের এমন উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। আমাদের শিক্ষার্থীরা সগৌরবে চাকরির বাজার দাপিয়ে বেড়াচ্ছে। কিন্তু সমাজের প্রতিও আমাদের কিছু দায়িত্ব আছে, পিছিয়ে পড়া মানুষদের জন্যেও আমাদের কাজ করতে হবে। ঈদকে সামনে রেখে এই কর্মসূচিকে আমি সাধুবাদ জানাই।”

এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রো-ভিসি প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আইয়্যুব নবী খান স্যার। তিনি এই কর্মসূচি সম্পর্কে বলেন, “আমাদের শিক্ষার্থীদের নিজ হাতে বানানো পোশাক অসহায়দের মাঝে বিতরণ করার উদ্যোগ নিঃসন্দেহে চমৎকার। আমি ভবিষ্যতেও এমন আরো কর্মসূচি আয়োজনের জন্য অনুপ্রাণিত করছি। আমাদের ল্যাব ফেসিলিটি অন্য যে-কোনো বিশ্ববিদ্যালয়ের থেকে উন্নত ও সমৃদ্ধ। শুধু দরকার শিক্ষার্থীদের প্রচেষ্টা। তাই কোর্স টিচার রাইজুল ইসলাম কে এমন এসাইনমেন্ট দেয়ার জন্য আমি ধন্যবাদ জানাই।”

বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজির অন্যান্য ব্যাচের শিক্ষার্থীরাও ১৯২ ব্যাচের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।

রিপোর্টার-
আব্দুল্লাহ আল মামুন বিপু (শিক্ষার্থী)
বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজি

Most Popular

টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং শিল্পে “টেকসই উন্নয়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

৩ জুলাই বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি এর টিইএম (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট) বিভাগ এর সহযোগিতায় টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে টেকসই উন্নয়ন...

বিজিএমইএ ইউনিভার্সিটি’র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অভিনব উদ্যোগ

বাংলাদেশের টেক্সটাইল ও ফ্যাশন নির্ভর অন্যতম প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজি জন্মলগ্ন থেকেই উন্নত ও মানসম্পন্ন শিক্ষা ছড়িয়ে দেয়ার...

সিটেক ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে মার্চেন্ডাইজিং বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

গত ৫ ও ৬ জুলাই ২০২২ রাত ৯:৩০-১১:০০ টায় সিটেক ক্যারিয়ার ক্লাবের উদ‍্যোগে “Basic knowledge on Merchandising” শীর্ষক ভার্চুয়াল ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।...

বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে সিটেকে বার্ষিক ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত

গত ২৪ জুন ২০২২ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ, চট্টগ্রাম এর মুসলিম শিক্ষার্থীদের উদ্যোগে কলেজ অডিটোরিয়ামে "সিটেক বার্ষিক ইসলামিক কনফারেন্স ২০২২" শীর্ষক...

পাটের নতুন সম্ভাবনা | New Possibilities of Jute.

বাংলাদেশের পাট কোয়ালিটির দিক দিয়ে বিশ্বে তৃতীয় অবস্হানে আছে। ভালো পাট উৎপাদনের জন্য যথেষ্ট অনুকূল পরিবেশ আছে। আমরা চাইলে আমরা পাটখাতকে...

বাংলাদেশ তৈরি পোশাক সেক্টরে ফ্যাশন ডিজাইনের ক্রমবিকাশ

আমরা কমবেশি সবাই “ফাস্ট ফ্যাশন” শব্দটির সাথে পরিচিত। সারা বিশ্বে গার্মেন্টস ফ্যাশন খুবই দ্রুত পরিবর্তন হচ্ছে। আমাদের দেশেও এটি থেমে নেই।...

তৈরি পোশাক রফতানিতে বাংলাদেশকে পিছনে ফেলার পরিকল্পনায় ব্যার্থ ভারত

পোশাক খাতের রফতানি বাড়াতে ২০১৬ সালে ভারতের কেন্দ্রীয় মন্ত্রীসভা একটি বিশেষ প্যাকেজ অনুমোদন করেছিলো, যাতে ২০১৮ সালের মধ্যে অন্তত ৪৩ বিলিয়ন...