গত রবিবার (২৭ নভেম্বর, ২০২২) শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অডিটরিয়ামে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উক্ত কলেজের ১২ তম ব্যাচের নবীন শিক্ষার্থীরা। এছাড়াও উপস্থিত ছিলেন যথাক্রমে ১১তম, ১০ম, ৯ম এবং ৮ম ব্যাচের শিক্ষার্থীরা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বরিশাল বিভাগীয় কমিশনার এবং অতিরিক্ত সচিব জনাব মোঃ আমিন উল আহসান। সভাপতিত্ব করেন অএ প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ আবদুল কাদের ব্যাপারী । এছাড়াও উপস্থিত ছিলেন অএ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং নবীন শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রামে শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অধ্যক্ষ এবং শিক্ষকবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে করিগরি শিক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং দক্ষ প্রকৌশলী হিসেবে শিক্ষার্থীদের গড়ে উঠতে অনুপ্রেরাণিত করেন। এছাড়াও নবীন শিক্ষার্থী ও অভিভাবকরা তাদের অনুভূতি ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সম্পর্কিত একটি ডকুমেন্টারি উপস্থাপন করা হয় এবং প্রতিষ্ঠানের গৌরব ও অর্জনের উপর একটি প্রদর্শনী আলাপচারিতা উপস্থাপন করা হয়।অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি এবং নবীন শিক্ষার্থীবৃন্দ ক্যাম্পাসের বিভিন্ন ল্যাব পরিদর্শন করেন।
রিপোর্টার-
শাহরিয়ার হোসেন হিমেল
রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ,বুনন
শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ