ইতিহাসঃ
টেক্সটাইল ক্লাব- পি.সি.আই.ইউ চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টেক্সটাইল ইন্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য একটা আবেগ, আস্থা ও ভালবাসার নাম। ক্লাবের শুরুটা ছিল বেশ কঠিন। হাজারো প্রতিবন্ধকতা, প্রতিকূলতা ছিল, তা সত্বেও কিছু স্বপ্নবাজ শিক্ষার্থী উদ্যোগ নিয়েছিল ক্লাব প্রতিষ্ঠা করার, তার মধ্যে অন্যতম ছিলেন আবদুল্লাহ আল মাসুম, সাখাওয়াত হোসেন সরকার সবুজ,আব্দুর রহমান রবিন, আবদুল্লাহ আল ইব্রাহীম প্রমুখ। সাথে ছিলেন তৎকালীন টেক্সটাইল ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান নূরুস সাফা মজুমদার। ওনার দিক নির্দেশনার সাথে অকুতোভয় স্বপ্নবাজ শিক্ষার্থীরা মিলে তৈরি করল টেক্সটাইল ক্লাব- পি.সি.আই.ইউ। ক্লাবের প্রথম সভাপতি ছিলেন ৮তম ব্যাচের আবদুল্লাহ আল মাসুম ও প্রথম সাধারণ সম্পাদক ৯তম ব্যাচের সাখাওয়াত হোসেন সরকার সবুজ। এক বছর আগে প্রতিষ্ঠিত সেই ক্লাবটি কিছুদিন আগেই তার প্রতিষ্ঠার প্রথম বছর পূরণ করল।
নামঃ টেক্সটাইল ক্লাব-পি.সি.আই.ইউ
প্রতিষ্ঠাকালঃ ২৯মে,২০১৯
মটোঃ To weave dream, To lead the world
ক্লাব তৈরির উদ্দেশ্যঃ
ক্লাব তৈরির উদ্দেশ্য ছিল ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের এক ছাতায় নিয়ে আসা, সবার মাঝে একটি ভ্রাতৃপ্রতিম পরিবেশ সৃষ্টি করা, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করা, ডিপার্টমেন্টের সব কিছুকে একই সূতায় গেঁথে ফেলা, শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করা, টেক্সটাইল সেক্টরে নিজেদের আগমনকে জানান দেওয়া এবং সাথে দক্ষ মানব সম্পদ গড়ে তোলা।
কার্যক্রম সমূহঃ
১. টেক্সটাইল ট্যালেন্ট হান্ট, চট্টগ্রাম জোন – ইমপ্লিমেন্টশন পার্টনার
২. র্যাগ ডে
৩. শিক্ষা সফর, কক্সবাজার
৪. ইফতার মাহফিল -২০১৯
৫. অ্যালামনাই গঠন
৬. বার্ষিক সাধারণ মিটিং ও ক্লাবের দ্বিতীয় কমিটি ঘোষণা
৭. করোনায় কর্মহীন,হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ।
সামনে ক্লাব যা যা করতে চায়ঃ
ক্লাবের দ্বিতীয় কমিটি ঘোষণা করার পর সিদ্ধান্ত নেওয়া হয়, সব থেকে বেশি জোর দেওয়া হবে শিক্ষামূলক কার্যক্রমে ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে। ক্লাবের ভবিষ্যতে পরিকল্পনা এক নজরে দেখে নেওয়া যাক
১. টেক্সটাইল ফেস্ট
২. দক্ষতা উন্নয়নভিত্তিক বিভিন্ন সেমিনার আয়োজন
৩. আন্ত ডিপাঃ ফুটবল, ক্রিকেট ও ইনডোর খেলাধূলা আয়োজন
৪. সাংস্কৃতিক কার্যক্রম
৫. টেক্সটাইল সম্পর্কিত বিভিন্ন ট্রেনিং এর আয়োজন
৬. নিয়মিত শিক্ষা সফর আয়োজন করা
৭. ম্যাগাজিন বের করা
একনজরে ক্লাবের বর্তমান (২০২০-২০২১) কমিটিঃ
৭৪ সদস্য বিশিষ্ট ক্লাবের দ্বিতীয় কমিটিতে চেয়ারম্যান হিসেবে আছেন – শেখ শাহ আলম স্যার, সভাপতি- মোঃ আবদুল্লাহ আল ইব্রাহীম, সাধারণ সম্পাদক- মোঃ ফরহাদ হোসেন।
বাংলাদেশের যতগুলা বিশ্ববিদ্যালয়ের ক্লাব আছে টেক্সটাইল ক্লাব পি.সি.আই.ইউ সক্রিয় ক্লাব গুলোর মধ্যে একটি। ক্লাবটি এক বছরের মধ্যে প্রমাণ করেছে যে তারা যথেষ্ট সম্ভবনাময়। সামনের দিনগুলোতে ক্লাবটি থেকে প্রচুর কাজ পাবে ডিপার্টমেন্ট এবং সকলের সম্মিলিত প্রচেষ্টা, মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে ক্লাবটি এগিয়ে যাবে তাদের নিজস্ব গতিতে।
Writer: Mohammad Tayub PCIU Campus Ambassador, Bunon