সারসটেক মিডিয়া এন্ড ফটোগ্রাফি (এস.এম.পি.এস.) এর উদ্যোগে শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (সারসটেক) এ ১০ ও ১২ই জুন ২০২২ইং ২ দিন ব্যাপি মোবাইল ভিডিও ইডিটিং সেশন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সেশন এ ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন সারসটেক মিডিয়া এন্ড ফটোগ্রাফি (এস.এম.পি.এস.) এর সভাপতি মোঃ সাকিব আল হাসান। এছাড়াও সারসটেক মিডিয়া এন্ড ফটোগ্রাফি এর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সেশনটি শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এর সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত ছিল।

বর্তমান আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার প্রত্যয়ে সারসটেক মিডিয়া এন্ড ফটোগ্রাফি ক্লাব এর পথচলা শুরু হয়। বাংলাদেশ এর একটি বিরাট অংশ এনড্রয়েড মোবাইল ফোন ব্যাবহার করে। আর এর মোবাইল ফোন কেন ও কিভাবে ভিডিও ইডিটিং এর কাজে ব্যাবহার করা যায় এটাই মোবাইল ভিডিও ইডিটিং সেশন এর আলোচ্য বিষয়।
এছাড়াও মোবাইল ভিডিও ইডিটিং এ প্রয়োজনীয় সফটওয়্যার , ভিডিও ইডিটিং এর জন্য প্রয়োজনীয় উৎস (অডিও, ভিডিও, ডিজাইন ও ফন্ট) ,মোশন কি এবং ব্যাসিক মোশন, ব্লেন্ডিং ও ব্লেন্ডিং এর ব্যাবহার, গ্রীন স্কিন ভিডিও এর ব্যাবহার, ইমপোর্ট, এক্সপোর্ট, ভিডিও রেজুলেশন, ভিডিও ইডিটিং এর চাহিদা ও প্রয়োজনীয়তা রিয়েলিটি ফ্রি অডিও ও ভিডিও কি এবং কেন ব্যাবহার করবো, ভিডিও ইডিটিং এ প্রয়োজনীয় বাংলা ফন্ট এর সঠিক ব্যবহার, সেশনের প্রতিটা পর্বে প্রশ্ন ও উত্তর সুযোগ এবং অংশগ্রহণকারীদের সকলের জন্য ভিডিও ইডিটিং এ প্রয়োজনীয় সকল মোবাইল সফটওয়্যার এর প্রিমিয়াম রিসোর্স ও অংশগ্রহণমূলক সার্টিফিকেট দেওয়া হয়েছে।
রিপোর্টার-
মোঃ আমির খসরু
ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগ, ১১তম ব্যাচ
শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল