বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) এর টেক্সটাইল ইন্জিনিয়ারিং ম্যানেজমেন্ট (TEM) ডিপার্টমেন্ট এর ৪৫ ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠান যা ”আইসব্রেকিং ২.০” নামে পরিচিত আয়োজিত হয়ে গত ৪ ও ৫ মার্চ। “আইসব্রেকিং ২.০” টেক্সটাইল ইন্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ডিপার্ট্মেন্টের আইডেন্টিকাল প্রোগ্রাম যেটা নবীন ব্যাচকে গ্রহন করার জন্যকরা হয়ে থাকে। আইসব্রেকিং ২.০ দুই দিন ব্যাপি চলে এবং এ প্রোগ্রামে ৪থা মাচ্ অনুষ্ঠিত হয় রং উৎসব, ফ্লাশমোব এবং গেমিং কনটেস্ট।

আর ৫ ফেব্রুয়ারী বুটেক্স এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় প্রোগ্রামের মূল পর্ব। প্রোগ্রামে উপস্থিত ছিলেন মাননীয় ভিসি স্যার প্রফেসর.ডঃআবুল কাসেম স্যার, রেজিস্টার মনিরুল ইসলাম স্যার এবং ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান মাসুম স্যার, উপস্থিত ছিলেন বুটেক্সের টি ই এম ডিপার্টমেন্টের শিক্ষকবৃন্দ ও বুটেক্স শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল আলম সাকিব এবং সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম লিংকন সহ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উক্ত আলোচনা সভায় বস্ত্রশিল্প ও বাংলাদেশ এবং টেক্সটাইল ইন্জিনিয়ারিং ম্যানেজমেন্টের এর ভবিষ্যৎ এবং বস্ত্রশিল্পে তাদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।এরপর,কেইস-কম্পিটিশন & পোস্টার-প্রেজেন্টেশন এ বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

সর্বশেষ অনুষ্ঠিত হয় টেক্সটাইল ইন্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের পারফরম্যান্সে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। আর ‘’আটর্সেল” ব্যান্ডের পারফরম্যান্সের মাধ্যমে পর্দা নামে “আইসব্রেকিং ২.০” এর।
Writer: Abir Mohammad Sadi BUTEX Campus Ambassador, Bunon