পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বাংলাদেশের ডেনিম ও গার্মেন্টস ওয়াশিং শিল্পক্ষেত্রের আগামীদিনের রুপান্তর, সম্ভাবনা ও ভবিষ্যতে তরুণদের কর্মসংস্থান বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ ছোলাইমান এর দিকনির্দেশনায় পিটেক ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ও ডেনিম সলুশন লিমিটেডের সহযোগিতায় পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অডিটোরিয়াম হলে গত ১০ ই মার্চ ২০২২ রোজ বৃহঃস্পতিবার দুপুর ৪.০০ টা হতে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এর আয়োজন করা হয়।


এসময় পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ সোলাইমান এর সভাপতিত্বে এই কর্মশালায় বক্তব্য দেন এটিইটি সাধারণ সম্পাদক ও ডেনিম সলুশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সাবেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ার মোঃ এস এম সোহেল রানা, ডেনিমকো এর কান্ট্রি ম্যানেজার জনাব আরিফ লাবু, বিটপী গ্রুপের তারাশিমা অ্যাপারেলস লিমিটেড এর সিওও জনাম কামাল উদ্দিন মিয়া , অনন্ত ডেনিম টেকনোলজি লি. এর জেনারেল ম্যানেজার জনাব ইঞ্জি. আব্দুল আলিম প্রমুখ।এটিইটি এর সাধারণ সম্পাদক ও ডেনিম সলুশন লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এস এম সোহেল রানা বলেন “শুধু শুধু বিদেশী হঠাৎ আন্দোলন না করে ডেনিম শিল্পে বড় পর্যায়ে যেতে হলে একই জায়গায় থেকে বিভিন্ন টেকনিক্যাল জ্ঞান ও অভিজ্ঞতাসম্পন্ন হওয়ার কোন বিকল্প নেই “। এছাড়াও তিনি স্বতন্ত্র টেক্সটাইল ক্যাডার বাস্তবায়নে সকল টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের সংগঠনগুলোকে সুসংগঠিত হতে বলেন। এছাড়াও শিক্ষার্থীবান্ধব নামে সুপরিচিত ও সেমিনারটির সভাপতি পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ ছোলাইমান শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, ” একাডেমিক পড়াশোনায় যেমন মনোযোগী হতে হবে তেমনি পড়াশোনার পাশাপাশি সময় পেলে সময়টি অবহেলায় না কাটিয়ে ইন্ড্রাস্ট্রির বাস্তবিক জ্ঞান অর্জন করতে হবে এবং সেক্ষেত্রে আমার প্রতিষ্ঠান ও বাংলাদেশ সরকার বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়েছে। আনন্দের খবর এই যে, তাদের কিছু কিছু বাস্তবায়ন করা হচ্ছে “
অন্যান্য বক্তারা বাংলাদেশের ডেনিম ওয়াশিং শিল্পের সম্ভাবনা এবং এই শিল্পে ক্যারিয়ার নিয়ে তরুন টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের মাঝে তাদের বাস্তব অভিজ্ঞতা বিনিময় করেছেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে সেমিনারটির সমাপ্তি টানেন।
রিপোর্টার-
মোঃ আল-আমিন
পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ
সিনিয়র ক্যাম্পাস এম্বাসাডর, বুনন