মহান বিজয় দিবস এবং স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ, চট্টগ্রাম-এ বিভিন্ন প্রতিযোগিতার এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতি অত্র কলেজের অধ্যক্ষ জনাব ইঞ্জিনিয়ার মোঃ আলী আজম রোকন স্যার এর উদ্বোধনীর মাধ্যমে পর্যায়ক্রমে বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ, বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শিক্ষক বনাম শিক্ষার্থীদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ সকাল ৯.০০ ঘটিকায় সিটেক সেন্ট্রাল ফিল্ডে অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের নিয়ে গঠিত দল বিজয়ী হয়। ছাত্রদের বিজয়ে উৎসাহ প্রদান করেন কলেজের সকল শিক্ষকবৃন্দ। ক্যাম্পাসের ছাত্র-শিক্ষক সম্পর্কের এ যেনো এক অনন্য দৃষ্টান্ত।
এরপর সকাল ১০.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয় ক্রিড়া প্রতিযোগিতা। সকাল ১১.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতা। এতে অংশ নেয় ১২তম ব্যাচ থেকে টিম মধ্যাহ্ন এবং ১৪তম ব্যাচ থেকে টিম চতুরঙ্গ। এতে বিজয়ী হয় টিম চতুরঙ্গ। সকাল ১১.৩০ -এ অনুষ্ঠিত হয় উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা। এতে প্রথম স্থান লাভ করেন ১২তম ব্যাচের শিক্ষার্থী অমিত দাশ, দ্বিতীয় স্থান লাভ করেন ১৪তম ব্যাচের শিক্ষার্থী লিংকন দে, তৃতীয় স্থান লাভ করেন ১৪তম ব্যাচের শিক্ষার্থী প্রান্ত হোড়। দুপুর ১২টায় অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। এতে প্রথম স্থান লাভ করেন ১৪তম ব্যাচের শিক্ষার্থী ফাহমিদা, দ্বিতীয় স্থান লাভ করেন ১২তম ব্যাচের শিক্ষার্থী অমিত দাশ, তৃতীয় স্থান লাভ করেন ১২তম ব্যাচের শিক্ষার্থী জয়জিৎ ।
বিভিন্ন প্রতিযোগীতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক জনাব ইঞ্জিনিয়ার মো: মনিরুজ্জামান চৌধুরী, প্রভাষক জনাব ইঞ্জিনিয়ার মো: সাইফুল ইসলাম, প্রভাষক জনাব আবীর অধিকারী, প্রভাষক জনাব অরবিন্দু সাহা, ফোরম্যান জনাব সাঈদ মাহবুব আকন্দ সহ কলেজের সকল শিক্ষক এবং কর্মকর্তাগণ।
প্রতিযোগিতা শেষে অত্র কলেজের প্রভাষক জনাব মোঃ ত্বরিকুল ইসলাম স্যারের সঞ্চালনায় মহান বিজয় দিবসের গৌরবময় ইতিহাস ও আমাদের স্বাধীনতা যুদ্ধ নিয়ে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন আর সরব উপস্থিতির মাধ্যমে বিজয় দিবসের এমন সুন্দর আয়োজন সম্পন্ন হয়।
রিপোর্ট প্রস্তুতকরণে: নাজিম উদ্দিন(১১তম ব্যাচ), প্রেসিডেন্ট, সিটেক ক্যারিয়ার ক্লাব।