টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলায় অবস্থিত বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (বিটেক) একটি স্বনামধন্য টেক্সটাইল শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান। একমাত্র এই কলেজেই টেক্সটাইল বিষয়ে ডিপ্লোমা করার পর শিক্ষার্থীরা বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অধিভুক্তিতে বি এস সি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী গ্রহণের সুযোগ পায়।
গত ২৭ ফেব্রুয়ারি ২০২২, সকাল ৯.৪৫ ঘটিকায় অত্র কলেজে “Higher Study on Textiles” বিষয়ক একটি অনলাইন সেমিনার (জুম প্লাটফর্ম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনারে বিটেকের সন্মানিত অধ্যক্ষ জনাব ইঞ্জিনিয়ার মোঃ বখতিয়ার হোসেন এর সভাপতিত্ব করার কথা ছিল। অতি জরুরি কাজে বুটেক্সে মিটিং থাকায় তার পরিবর্তে অত্র কলেজের সহকারি অধ্যাপক (ইলেক্ট্রিক্যাল) জনাব ইঞ্জিনিয়ার মোঃ কবির হোসেন পাটোয়ারী সভাপতির দায়িত্ব পালন করেন। সেমিনারটি সঞ্চালনা করেন অত্র কলেজের প্রভাষক (কারিগরি) জনাব ইঞ্জিনিয়ার ইলিয়াস খলিল।

সেমিনারটিতে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব ইঞ্জিনিয়ার ফয়সাল আবেদিন। তিনি বর্তমানে North Carolina State University, USA তে PhD করছেন।


শুরুতেই সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সেমিনারের আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করেন। সভাপতি তার বক্তব্যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ের বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ ও সম্ভাবনা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন। এরপর শুরু হয় “Higher Study on Textiles” বিষয়ক মূল আলোচনা। মূল আলোচক জনাব ইঞ্জিনিয়ার ফয়সাল আবেদিন, উক্ত সেমিনারে টেক্সটাইল বিষয়ে বিদেশে উচ্চ শিক্ষার জন্য কি কি দক্ষতা অর্জন করতে হবে, রেজাল্ট কেমন রাখতে হবে, টেক্সটাইলে পড়াশোনা করে কোন কোন দেশ থেকে কি কি বিষয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করার সুযোগ আছে, খরচ কেমন পড়বে, প্রফেসর এর সাথে কিভাবে যোগাযোগ করতে হয়, কি কি ডকুমেন্ট রেডি করতে হয়, পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করা যাবে কি না ইত্যাদি বিষয়ে তার অভিজ্ঞতালব্ধ ও জ্ঞানগর্ভ আলোচনা করেন। দীর্ঘ আড়াই ঘন্টাব্যাপী আয়োজিত উক্ত ওয়েবিনারে প্রায় দুইশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সেমিনারের সমাপনী অংশে প্রশ্নোত্তর পর্ব আয়োজন করার মাধ্যমে শিক্ষার্থীদের নানা অজানা বিষয়ে সঠিক দিক-নির্দেশনা দেয়া হয়। পরবর্তিতে সেমিনারের সভাপতি, জনাব মোঃ কবির হোসেন পাটোয়ারী, সহকারি অধ্যাপক (ইলেক্ট্রিক্যাল) এর বক্তব্যের মধ্য দিয়ে ওয়েবিনারটি সমাপ্তি ঘটে।