একবিংশ শতাব্দী’তে বিশ্বের সবচেয়ে আলোচিত সমস্যা হচ্ছে “বৈশ্বিক জলবায়ু পরিবর্তন” যার প্রভাবে সারাবিশ্ব ভয়ংকর পরিবেশ বিপর্যয়ের হুমকিতে রয়েছে। অধিকহারে গাছ লাগানোর মাধ্যমেই এই বিপর্যয় রোধ করা সম্ভব কিন্তু ব্যাপকহারে গাছ কাটার ফলে কমছে বনাঞ্চল এবং বৃদ্ধি পাচ্ছে বৈশ্বিক উষ্ণতা। তাই, গাছ লাগিয়ে বর্তমান পৃথিবীকে বাসযোগ্য করার একটি ক্ষুদ্র উদ্যোগ নিয়ে World University of Bangladesh Student Society (WUBSS) মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে আয়োজন করেছে, “WUBSS Climate Hero Award- 2021”
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সংগঠনটির এ কর্মসূচি শেষ হয়। কর্মসূচি চলাকালীন সবচেয়ে বেশি বৃক্ষরোপণ করায় সংগঠনের সদস্য আম্বিয়া আক্তার, ফারজানা সালাম এবং শর্মীলা রাণী দাসকে ‘ডব্লিউইউবিএসএস ক্লাইমেট হিরো অ্যাওয়ার্ড-২০২১’-এর জন্য মনোনীত করা হয়।
এছাড়া এই কর্মসূচির প্রেক্ষিতে বৃক্ষরোপণ এবং পরিবেশ বিপর্যয়ের ওপর দুইটি অনলাইন সেমিনারেরও আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান অধ্যাপক ড. মুসফিক মান্নান চৌধুরী; জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহা-পরিচালক মোহাম্মাদ মুনির চৌধুরী; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার; বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আদিল মোহাম্মাদ খান, স্টামফোর্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কামরুজ্জামান মজুমদার, পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার, বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার শাহেদ শফিক, বাংলাভিশনের স্টাফ রিপোর্টার কেফায়েত শাকিল; দৈনিক অধিকারের ফিচার এডিটর সাঈদ মাহাদী সেকেন্দার।
রিপোর্টার:
Md Abdullah Bin Taslim,
HR & ODT, Bunon
World University of Bangladesh