করোনা কালেও দেশের টেক্সটাইল সেক্টরে বিভিন্ন EPZ এ দেশী ও বিদেশী ইনভেস্টর কতৃক ২০.২৫ বিলিয়ন ডলার ইনভেস্ট করার জন্য কাজ করছে সরকার । দেশের বৈদেশিক মূদ্রা আয়ের অন্যতম উৎস পোশাক খাতের উপর দাড়িয়ে আছে দেশের অর্থনীতি। আসছে ৪র্থ শিল্প বিপ্লব সাথে সাথে আমূল পরিবর্তন ঘটবে টেক্সটাইল ইন্ডাস্ট্রি গুলোর৷ পণ্য উৎপাদন টেকনিক, অটোমেশন, কারখানার প্রত্যেকটি পদক্ষেপে নতুনত্ব আসবে। স্মার্ট টেক্সটাইল, টেকনিক্যাল টেক্সটাইল নিয়ে কাজ হবে। এখানে চ্যালেন্জ হিসেবে আমাদের সামনে আসবে এই নতুনত্বের সাথে তাল মিলিয়ে চলার মতো যথেষ্ট শিক্ষিত ম্যানপাওয়ার আছে কি না? আমাদের প্রকৌশলী / একপার্টগন আপডেট হচ্ছে কি না? সব চেয়ে বড় চ্যালেন্জ হলো আমাদের টেক্সটাইল শিক্ষা প্রতিষ্ঠানগুলো নতুনত্বের সাথে তাল মিলিয়ে চলতেছে কি না?
শিক্ষা প্রতিষ্ঠানগুলো ৪র্থ শিল্প বিপ্লব ও নতুন টেকনোলজির সাথে আপডেট না হলে নতুন প্রকৌশলীগন যুগের সাথে আপডেট হবে না। প্রতি বছর কয়েক বিলিয়ন টাকা খরচ করি বাহির থেকে এক্সপার্ট নিয়ে এসে কাজ করিয়ে নেওয়ার জন্য। শিক্ষা প্রতিষ্ঠান আপডেট না হলে এই ধারা অব্যাহত থাকবে। শ্রীলংকা, ভারত থেকে লোক নিয়ে এসে কাজ করিয়ে নিতে হবে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সিলেবাসে আমূল পরিবর্তন আনতে হবে। পুরাতন সিলেবাস পরিবর্তন করে যুগের সাথে তাল মিলিয়ে সিলেবাস আপডেট করতে হবে৷ ল্যাবগুলো একটা নির্দিষ্ট সময় পর পর আপডেট করতে হবে নতুন টেকনোলজির সাথে তাল মিলিয়ে। ইন্ডাস্ট্রির বিভিন্ন সমস্যাগুলো টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে কোলাবোরেশান করে সমাধান করতে হবে।
ইন্ডাস্ট্রি ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একটা বিষয় মেনে কাজ করতে হবে আজকের প্রজন্ম কোয়ালিটি সম্পন্ন হলে ভবিষ্যতে দেশের টাকা বাচবে। দেশের মানব সম্পদ দেশের উন্নয়নে কাজ করবে। সাথে সাথে ITET, ATET থেকে শুরু করে সব প্লাটফর্মকে নতুন প্রজন্ম নিয়ে কাজ করতে হবে। দেশের টেক্সটাইল সেক্টরের বড় বড় ইনভেস্টমেন্ট হবে এটা স্বাভাবিক যদি শিক্ষা প্রতিষ্ঠানের কোয়ালিটির দিকে নজর দেওয়া না হয় তাহলে বাহিরে থেকে ধার করা লোক নিয়ে এসে কাজ করাতে হবে। আমি দেশের সরকার বড় বড় টেক্সটাইলের প্লাটফর্ম ও বিভিন্ন টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সহ সকল নীতি নির্ধারকের দৃষ্টি আর্কষণ করছি দেশের টেক্সটাইল শিক্ষা ব্যবস্হা উন্নতি করণ ও নতুন প্রজন্ম নিয়ে করুন। সময় এসেছে নতুন কিছু করার। ধন্যবাদ সবাইকে।
Sala Uddin Head of Adviser,বুনন-Bunon. CEO, ASK Apparel & Textile Scouring Ltd.
certainly like your website however you need to check the spelling on several of your posts.
Many of them are rife with spelling problems and I find it
very bothersome to inform the reality on the other hand I’ll surely come
again again.
I am not sure where you’re getting your info, but great topic. I needs to spend some time learning more or understanding more. Thanks for fantastic info I was looking for this info for my mission.
Heya are using WordPress for your blog platform? I’m new to the blog world but I’m trying to get started and set up my own. Do you require any html coding expertise to make your own blog? Any help would be greatly appreciated!
Amazing blog! Is your theme custom made or did you download it from somewhere? A design like yours with a few simple tweeks would really make my blog stand out. Please let me know where you got your theme. Kudos
tinder sign up , tinder app https://tinderdatingsiteus.com/