গত ৬ ই জুন ২০২১ রোজ রবিবার ইঞ্জিনিয়ার জনাব ইকরা ইফতেখার শুভ তার নিজস্ব সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক প্রোফাইলে এম আই টি জয়ের বিষয়টি নিশ্চিত করে পোস্ট করেন। এ ব্যাপারে তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বুটেক্স-৩৪ তম ব্যাচের একজন নিয়মিত শিক্ষার্থী ছিলেন।
প্রতিনিধি তার সম্পর্কে আরো জানতে চাইলে তিনি অন্ত্যন্ত বিনয়ের সাথে জানান, গ্রাজুয়েশন শেষ করার পর প্রায় বছরখানেক ও তোতোধিক সময় ধরে নিজেকে গবেষণায় আত্মনিয়োগ করেন। প্রচুর পরিশ্রমের ফলে তিনি পরবর্তীতে বিভিন্ন শক্তিশালী গবেষণা প্রকাশনা পান। এছাড়াও তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থীদের জন্যে বিভিন্ন একাডেমিক এবং নন-একাডেমিক বই প্রকাশ করেন যা ইতিমধ্যেই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বইগুলো সাধারণত বুটেক্সে এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে পড়ানো হচ্ছে।তার এম আই টিতে কোর্স এবং রিসার্চ ফিল্ড জানতে চাইলে তিনি জানান, গ্রাজুয়েশন ডিগ্রি তথা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সাথে তার এম আই টি এর রিসার্চ ফিল্ড কিছুটা আন্তঃবিষয়ক এবং তার রিসার্চ ফিল্ড হলো “A Blend Of Biomedical Engineering, Electronic Sensor Fabrication & Computer Science “। এ বিষয়ে তিনি আমাদের প্রতিনিধি কে আরোও জানান যে, তিনি বছরখানেক বা ততোধিক সময় নিয়ে গবেষণা করার পর এই গবেষণা প্রজেক্টে তার কন্সন্ট্রেশন নির্ধারন করবেন।
ইতিমধ্যেই তার এই অর্জন বুটেক্স ছাড়াও সমগ্র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কমিউনিটি উদযাপন করছে কারণ এম আই টিতে তিনিই প্রথম এবং একমাত্র টেক্সটাইল ইঞ্জিনিয়ার এখন পর্যন্ত। আরো জেনে রাখা ভালো যে, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় – বুটেক্স থেকে এর আগে নাসা, জার্মান স্পেস স্টেশন, কর্ণেল ইউনিভার্সিটি, ড্রেডসন ইউনিভার্সিটি ( ডাড স্কলারশিপ ও জার্মান রিনাউন্ড গবেষণা এওয়ার্ড ), গেন্ট ইউনিভার্সিটি (ইরাসমুস+ স্কলার)সহ বিভিন্ন ওয়ার্ল্ড ফেমাস প্রতিষ্ঠানে পদচিহ্ন একেছিলেন। তবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে এম আই টিতে এইবারেই প্রথম।
রিপোর্টার – মোঃ আল-আমিন
সিনিয়র ক্যাম্পাস এম্বাসাডর, বুনন
পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ