Non-Woven
বর্তমান সময়ে আলোচনার কেন্দ্রবিন্দু Non-Woven ফেব্রিক। আজকে Non-Woven নিয়ে আরেকটু ডিটেইলস লেখার চেষ্টা করবো। আসুন আলোচনায় আসা যাক।
Non-Woven ফেব্রিক তৈরির দিকে কেনো ঝুঁকবো আমরা?
বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় হলো সাসটেইনেবিলিটি। Non-Woven ফেব্রিক মোটামুটি সাসটেইনেবিলিটির সকল শর্ত পূরণ করে। এছাড়া Non-Woven ফেব্রিক উৎপাদন বান্ধব ফেব্রিক। পরিবেশের দূষনের জন্য দায়ী প্লাস্টিকের ১০ টি আইটেম রয়েছে। যেগুলোর ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর। এর মধ্যে একটি হলো “Wet Wipes and Sanitary Items (WWSI).
Non-Woven ফেব্রিক WWSI তৈরির বিকল্প কাচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। এতে প্রাকৃতিক কাচামাল ব্যবহার হচ্ছে কোন রকম ক্ষতিকারক রাসায়নিকের ব্যবহার ছাড়া। Non-Woven দিয়ে তৈরি WWSI রিসাইকেল করাও সম্ভব।
মাল্টিকালার ফেব্রিক তৈরির জন্য বিভিন্ন রঙের সুতা দরকার কিন্তু Non-Woven এর পরিবর্তে ব্যবহার হচ্ছে। ফেব্রিকের বিভিন্ন গঠনের জন্য বিভিন্ন লুমের দরকার হয়। Non-Woven এ যেহেতু সরাসরি ফাইবার থেকে ফেব্রিক তৈরি হয় কোন প্রকার নিটিং ও ওয়েভিং ছাড়া এটি যথেষ্ট Cost Effective হবে।
Non-Woven তৈরি পণ্য মূলত Long Lasting ও Short Life এই দুই ধরনের হয়ে থাকে।কিছু কিছু পণ্য রয়েছে যেগুলো সাধারণত একবার ব্যবহারের জন্য তৈরি করা হয়ে থাকে। যেমনঃ টিস্যু।
আবার কিছু কিছু Non-Woven পণ্য দীর্ঘদিন ব্যবহারের জন্যও তৈরি করা হয়। যেমন: Automatic Non-Woven.
আবার Non-Woven এর কিছু কিছু প্রডাক্ট Multiuse প্রডাক্ট হিসেবেও ব্যবহার হয়ে থাকে। যেমন ইউরোপে বানিজ্যিকভাবে কিছু টিস্যু তৈরি করা হচ্ছে যেগুলো ব্যবহারের পর পরিস্কার করে আবার ব্যবহার করা হচ্ছে।
Non-Woven এর বৈশ্বিক বাজার :
২০২০ সালে Non-Woven এর বৈশ্বিক মার্কেট গিয়ে দাড়াবে প্রায় $৫০.৮ বিলিয়ন ডলারে। smithers pira এর গবেষণা অনুযায়ী যা ২০১৫ তে ছিলো $৩৭.৪ বিলিয়ন ডলারে। এছাড়া ধারনা করা যায় ২০১৫-২০২৫ এ Non-Woven এর মার্কেটের পজিটিভ গ্রোথ গিয়ে দাড়াবে ৬.৮% এ। Non-Woven এর মার্কেট দিন দিন বাড়বে। প্রতিনিয়ত বৈশ্বিক জন্মহার বাড়তেছে এই শর্তে হাইজেনিক প্রডাক্ট এর চাহিদা বাড়ছে যেমন : Baby diapers, Sanitary Napkins, Adult incontinence product।
এছাড়া Non-Woven তৈরি পণ্য Geotextiles হিসেবে রাস্তা নির্মানে ব্যবহার হচ্ছে। Automobile শিল্পে বিভিন্ন গাড়ি,বিমানের ভিতরের পার্টসেও Non-Woven ব্যবহার হয়৷ Medical Textile এ Non-Woven এর ব্যবহার আলোচ্য বিষয়। এটা নিয়ে বলার কিছুই নাই ।এছাড়া বিভিন্ন অন্তরক তৈরিতে ও প্যাকেজিং শিল্পেও Non-Woven ব্যবহার হচ্ছে। সুতরাং Non-Woven ভবিষ্যতের জন্য উজ্জ্বল হাতছানি দিচ্ছে।
আসুন বিশ্বের কিছু প্রথমসারির Non-Woven তৈরিকারকদের সাথে পরিচিত হই :
1.Bery Plastics
2.Freudenberg
3.Kimberly-Clark.
4.Sumominen Corporation
5.TWE Group
6.Glatfelter
ইত্যাদি।
COVID-19 অবস্হায় Non-Woven এর বাজারের পরিবর্তন :
আমরা বলতে পারি Non-Woven এর সিংহভাগ ব্যবহার এখন হচ্ছে মেডিকেল সরঞ্জাম তৈরিতে৷ করোনা ইস্যু Non-Woven এর মার্কেট বিকশিত করেছে এতে সন্দেহ নেই। আপনি কি আদৌ জানেন?
বিশ্বে সর্বমোট ৭ বিলিয়ন মাস্ক ও সমান সংখ্যক পিপিই দরকার এখন। করোনা ইস্যু Non-Woven মার্কেটে বিপুল সম্ভাবনা দেখাচ্ছে। ভিয়েতনাম Non-Woven মার্কেটে অনেকটা অবদান রাখলেও আমরা পারছিনা। বিশ্বের বড় বড় দেশ Non-Woven নিয়ে কাজ করতেছে নতুন প্রযুক্তি ব্যবহারে চিন্তা করতেছে। সরকারের বিভিন্ন ইনভেস্টমেন্টকে কাজে লাগিয়ে Non-Woven এর R&D ডেভেলপমেন্টের কাজ চালাচ্ছে। Non-Wove এর সাথে টেকসই উন্নয়ন এর সম্পর্ক করে এটা নিয়ে কাজ চালাচ্ছে । Non-Woven এর হাইজেনিক সেবা,মেডিকেল, ইন্ডাস্ট্রিয়াল, অন্যান্য বিষয় নিয়ে কাজ করার সুযোগ কাজে লাগাচ্ছে অনেকেই।
এককথায় করোনা পরিস্থিতি Non-Woven এর সম্ভাবনাকে দেখিয়ে দিয়েছে আমাদের।
আসুন এবার আমাদের দেশের কয়েকটি Non-Woven তৈরি কারক ও রপ্তানিকারকের সাথে পরিচিত হই :
1.S.B Knitting Ltd.
2.Holytex Clothing Manufacturer.
3.Dimla Bag House.
4.Nahid Enterprise Ltd.
5.Eachen Tex.
6.Zeena Sourcing Ltd.
7.Aftan Interlinings Ltd.
8.International Business Corporation.
9.Gaints Group.
10.Momo Sourcing Ltd.
Non-Woven এর নিয়ে লেখা এটাই শেষ না। এটার সাথে সংযোগ করে আরো কিছু টপিক নিয়ে লেখার চিন্তা আছে। আপনাদের দোয়া থাকলে আরো ভালো কিছু কনসেপ্ট শেয়ার করবো ইনশাআল্লাহ।
Writer:
Zobayer Hossain Noyon
Content Manager & Head of RA, বুনন-Bunon.
As a Newbie, I am constantly exploring online for articles that can aid me. Thank you
Terrific post however , I was wondering if you could write a litte more on this topic? I’d be very thankful if you could elaborate a little bit more. Appreciate it!