দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্কে শুরু হয়েছে যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হুরাইন হাইটেক ফেব্রিক্স লিমিটেডের আন্তর্জাতিক টেক্সটাইল মেলা ‘হুরাইন ফ্যাব্রিক্স এক্সপো ২০২১’।আধুনিক বস্ত্রশিল্পে দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে মজবুত ও টেকসই উন্নয়নের প্রতিপাদ্যকে সামনে রেখে মূলত এই মেলার আয়োজন করা হচ্ছে। ২য় বারের মত আয়োজন করা এই মেলা ইতিমধ্যেই দেশী এবং বিদেশী মার্চেন্ডাইজার ও বায়িং হাউজ গুলোর নজর কেড়েছে, ধীরে ধীরে হয়ে উঠেছে আকর্ষণীয়। উল্লেখ্য যে, গত ২৩ শে অক্টোবর ২০২১ রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় এই ফেব্রিক মেলা আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। শুরু হওয়ার পর থেকেই যমুনা ফিউচার পার্কের লেভেল ৭ এ দেশী বিদেশি দর্শনার্থীদের ভিড় দেখা যায় ।
এ বিষয়ে বুননের প্রতিনিধি জানতে চাইলে তারা জানান, এবারের আন্তর্জাতিক এই মেলাটি অন্যান্য মেলার থেকে একটু ব্যাতিক্রম। কারণ হিসেবে তারা জানান যে, এবার মেলায় ১৮০ টির অধিক ক্যাটাগরির ফ্রেব্রিক তারা প্রদর্শন করছেন যার মধ্যে বেশিরভাগ ফ্রেবিক সংমিশ্রণ ফাইবার দ্বারা বুনিত হয়েছে। এ ব্যাপারে তারা বুননের প্রতিনিধিকে আরও জানান যে, ১০০% কটনের উপর আস্থা না রেখে তারা বরং কটনের সাথে ২০-৩০% রিজেনারেট ফাইবারের সংমিশ্রণ ঘটানো পরিবেশ বান্ধব, আধুনিক, টেকসই ও মজবুত ফ্রেব্রিক প্রদর্শিত করছেন।
এছাড়াও আন্তর্জাতিক এই মেলাটি থেকে তাদের কাস্টমারের পছন্দকৃত ফেব্রিক পেতে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে জানান। আরোও উল্লেখ্য যে, রঙ-বেরঙে সাজানো, আতিথেয়তায় ভরপুর এই আন্তর্জাতিক মেলাটিকে অনেকটাই সফল মনে করছেন এখানকার প্রধান বিপনন কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা। বিভিন্ন হাইটেক ফ্রেব্রিক উৎপাদনে বিদেশি নির্ভরতা কমিয়ে নিয়ে আসা এই প্রতিষ্ঠানটির ইন্টারন্যাশনাল এক্সপোটি আগামী ২৮ শে অক্টোবর রোজ বৃহঃস্পতিবার সমাপ্তি ঘোষণা করবে বলে জানা যায়।
রিপোর্টার:
মোঃ আল-আমিন
সিনিয়র ক্যাম্পাস এম্বাসাডর
পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ