গত ১৫ এপ্রিল,রোজ শুক্রবার রাজধানীর উত্তরার সী-শেল রেস্টুরেন্ট এ লক্ষীপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এক ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করে। উক্ত দোয়া মাহফিল এ লক্ষ্মীপুর জেলার টেক্সটাইল ইঞ্জিনিয়ার,টেকনিশিয়ান ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিকেল ৫ টার দিকে ইঞ্জি আবু ছায়েদ কিরন এর সভাপতিত্বে প্রথমে সংগঠনের বিভিন্ন কার্যাবলী নিয়ে আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠান এ আসন্ন ইদ-উল ফিতর এ লক্ষ্মীপুর জেলায় দুঃস্থ মানুষের সহযোগিতা,স্কুল কলেজ এ শিক্ষা সামগ্রী বিতরণ,ইদ পরবর্তী মিলনমেলা ও শিক্ষার্থীদের সাথে ইন্ডাস্ট্রী এর মাঝের গ্যাপ কমানোর বিষয় এ এক মুক্ত আলোচনা হয়,যেখানে সবাই তাদের বক্তব্য পেশ করে। পরবর্তীতে এক মোনাজাত এর মাধ্যমে ইফতারের আয়োজন শুরু করা হয়। মাগরিবের নামাজের পর সকল সিনিয়র প্রকৌশলীরা পর্যায়ক্রমে বক্তব্য রাখেন। ইঞ্জিনিয়ার সাদ্দাম হোসেন বলেন ” লক্ষীপুর জেলার বস্ত্র প্রকৌশলীদের এক ও অভিন্ন প্লাটফর্ম প্রদান করার জন্য কাজ করে যাচ্ছে LTEA” এছাড়াও সংগঠনের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আবু ছায়েদ কিরন জানান এই সংগঠনটি লক্ষীপুর জেলার বস্ত্রপ্রকৌশলীদের প্রাণের সংগঠন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেন লক্ষীপুর জেলার সকল বস্ত্রপ্রকৌশলীদের সার্বিক উন্নায়ন মূলক এই সংগঠনের মাধ্যমে লক্ষীপুর জেলায় বিভিন্ন উন্নায়ন মূলক কার্যাবলী অব্যহত থাকবে। বক্তব্য শেষে অত:পর ডিনারের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সর্বোপরি এই সংগঠনটি দেশের ইঞ্জিনিয়ার ও টেকনোলোজিস্টদের দক্ষ মানবসম্পদে পরিণত করায় পাথেয় হবে বলে সবাই আশা ব্যাক্ত করেছেন।
রিপোর্টারঃ আব্দুল্লাহ বিন তসলিম