ডিজিটাল প্রিন্টিংয়ে চারুকলার শিক্ষার্থীদের দক্ষ করার লক্ষ্যে অল ওভার প্রিন্টিং টেকনোলজিস্টস বাংলাদেশ (এওপিটিবিডি) কর্মশালা আয়োজন করেছে। কর্মশালাটি চলবে ৩ মাসবাপী।
গত ২১ জানুয়ারি (শুক্রবার) চারুকলার শিক্ষার্থীদের ডিজিটাল প্রিন্টিংয়ে অবদান ও পিছিয়ে থাকার বিষয়ে একটি ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে বর্তমানে দেশের টেক্সটাইল শিল্পে অল ওভার প্রিন্টিং এর ক্ষেত্রে দেশের চারুকলার শিক্ষার্থীদের ডিজিটাল প্রিন্টিংয়ে পিছিয়ে থাকার বিষয়ে আলোচনা করা হয়।

যার ফলে ৩ মাসব্যাপী একটি কর্মশালার আয়োজন করেছে এওপিটিবিডি। কর্মশালাটিতে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে ফাইন আর্টসে মাস্টার্স সম্পন্ন করা ৫০ শিক্ষার্থী। এছাড়াও তারা কর্মশালা শেষে ৭ দিনের ফ্যাক্টরি ইন্টার্নশিপের সুযোগ পাবেন।
উক্ত ভারচুয়াল সেমিনারটি সভাপতিত্ব করেন এওপিটিবিডি এর সভাপতি প্রকৌশলী এসএমএ আব্দুর রহমান এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন এওপিটিবিডি এর সাধারণ সম্পাদক শওকত হোসেন সোহেল।
অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল মামুন (পরিচালক, আবেদ টেক্সটাইল), ড. নজলুর রশীদ (অধ্যাপক ও চেয়ারম্যান, চারুকলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়), ড. রাশেদ সুকন (সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান চারুকলা, জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের), ডলি থাই (ব্যবস্থাপনা পরিচালক, ক্লথ আর ইউএস লিমিটেড), প্রকৌশলী আশরাফুল আলম (পরিচালক মুদ্রণ, মোশাররফ গ্রুপ), প্রকৌশলী শ্যামল চন্দ্র সাহা (উপদেষ্টা, এওপিটিবিডি), ফারহান তাবাসসুম (চেয়ারপারসন, চারুকলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), প্রকৌশলী মো. আমিরুল ইসলাম (ব্যবস্থাপনা পরিচালক, টেক্সাস ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড), আল মঞ্জুর এলাহী (সহযোগী অধ্যাপক, চারুকলা বিভাগ, জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়), কাজী মোঃ মহাসিন (সহকারী, অধ্যাপক, চারুকলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), মোঃ সালা উদ্দিন (চেয়ারম্যান এএসকে অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল সোর্সিং এবং হেড অব অপারেশন বুনন)। এছাড়াও আরও উপস্থিত ছিলেন এওপিটিবিডি বোর্ডের সদস্যগণ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা।
ভার্চুয়াল ওয়েবিনারটিতে মিডিয়া পার্টনার হিসেবে ছিল দেশের অন্যতম জনপ্রিয় টেক্সটাইল লার্নিং প্লাটফর্ম বুনন। এছাড়াও আরো যুক্ত ছিল বাংলাদেশ টেক্সটাইল টুডে, টেক্সটাইল ফোকাস, বণিক বার্তা এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটি।
লিখেছেন: দীপংকর ভদ্র দীপ্ত ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ ন্যাশনাল অ্যাফায়ার্স রিপোর্টার টিম লিডার, বুনন