৪ জুন,বৃহস্পতিবার’২০২০ প্রকাশিত হয় ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত জনতা ব্যাংক লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি। উক্ত বিজ্ঞপ্তিতে ৬ টি পদে টেক্সটাইল ইঞ্জিনিয়ার নিয়োগের খবর উল্লেখ করা হয়।
আবেদনের নূন্যতম যোগ্যতাঃ স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় হতে প্রকৌশল (টেক্সটাইল) বিষয়ে স্নাতক।
আবেদনের শর্তাবলীঃ
১.মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে নূন্যতম দুইটিতে (২) প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোন পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবেনা।গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে।
২.গ্রেডিং পদ্ধতি ফলাফলের ক্ষেত্রে এস এস সি ও এইচ এস সি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে- জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব প্রথম বিভাগ/শ্রেণি বলে বিবেচিত হবে। জিপিএ ২.০০ থেকে ৩.০০ এর কম দ্বিতীয় বিভাগ/শ্রেণি বলে বিবেচিত হবে।
৩.বিশ্ববিদ্যালয় সিজিপিএ এর ক্ষেত্রে ৪.০০ স্কেলে ৩.০০ বা তদূর্ধ্ব প্রথম বিভাগ /শ্রেণি বলে বিবেচিত হবে। ২.২৫ থেকে ৩.০০ কম দ্বিতীয় বিভাগ /শ্রেণির বলে বিবেচিত হবে। ৫.০০ স্কেলে ৩.৭৫ বা তদূর্ধ্ব প্রথম বিভাগ /শ্রেণি বলে বিবেচিত হবে। ২.৮১৩ থেকে ৩.৭৫ এর কম দ্বিতীয় বিভাগ /শ্রেণি বলে বিবেচিত হবে।
৪. বয়স(১/০৭/২০১৯ তারিখে): সর্বোচ্চ ৩০ হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ হতে হবে।
আবেদন পূরণ ও ফি প্রদানের শেষ তারিখ ও সময়ঃ২৩/০৬/২০২০তারিখ,রাত ১১.৫৯ পর্যন্ত।
Tracking Page সংগ্রহের শেষ তারিখ ও সময়ঃ২৫/০৬/২০২০তারিখ,রাত ১১.৫৯ পর্যন্ত।
আবেদন ফি এর পরিমাণঃ পরিক্ষার ফি অফেরতযোগ্য ২০০৳ ডাচ বাংলা ব্যাংক এর পেমেন্ট গেটওয়ে রকেট এর মাধ্যমে প্রদান করতে হবে।
আবেদন পদ্ধতিঃ
অনলাইনে আবেদন করার জন্য Apply Here এ ক্লিক করুন।
Reporter: Muhammad Alauddin CTEC Campus Ambassador, Bunon