গ্যাপ হচ্ছে বিশ্বব্যাপী খুচরা পোশাক বিক্রয়কারী একটি আমেরিকান প্রতিষ্ঠান। গত বৃহস্পতিবার গ্যাপের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী করোনা মহামারীর কারনে গত ৩ মাসে (মার্চ-মে) তাদের ক্ষতির পরিমান ছিল প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার।
যুক্তরাষ্ট্রের সানফ্রানসিসকোভিত্তিক গ্যাপ উত্তর আমেরিকায় প্রায় ২৮০০ মত দোকান পরিচালনা করে,যার অধিকাংশই করোনার ভাইরাসের কারনে বন্ধ রয়েছে।
গ্যাপের CEO সোনিয়া সিনগাল বলেন বিশ্বব্যাপী লকডাউন এর ফলে প্রায় সব মানুষ ঘরেই থাকছেন,যার ফলে তাদের ক্যাজুয়াল ড্রেসের প্রয়োজন পরছে না,আর এ কারনেই তাদের প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হয়েছে।তিনি আরো বলেন গত মার্চ থেকে মে পর্যন্ত তাদের বিক্রি কমেছে প্রায় ৪৩%।
এক সম্মেলনে গ্যাপ এর প্রধান ফিনান্সিয়াল অফিসার ক্যাটরিনা ও’কনেল বলেন ” যদিও ওল্ড নেভী এবং অ্যাথলেটার বহরে আমাদের অর্থনীতি ব্যাপক শক্তিশালী কিন্তু গ্যাপ থেকে আমাদের এতটা লাভজনক হতে পারিনি যতটা দরকার ছিল।
মে মাসের রিপোর্ট অনুযায়ী গত ৩ মাসে গ্যাপের বিক্রি ৩.৭১ বিলিয়ন থেকে ৪৩% কমে ২.১১ বিলিয়ন এ দাড়িয়েছে।যার ফলে গ্যাপ এর ক্ষতির পরিমান হয় ৯৩২ মিলিয়ন মার্কিন ডলার যা শেয়ারপ্রতি ছিল ২.৫১ মিলিয়ন মার্কিন ডলার।গত বছর একই সময়ে গ্যাপের মুনাফার পরিমান ছিল ২২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।
Reporter: Masud Rana PAU Campus Ambassador, Bunon