সারা বিশ্ব যখন করোনার মহামারিতে আক্রান্ত, স্থবির হয়ে গেছে মানুষের জীবনযাত্রা, ভেঙ্গে গেছে অর্থনৈতিক অগ্রযাত্রা তখন বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।
দীর্ঘদিন কর্মহীন থাকায় নিম্নমধ্যবিত্ত ছাড়াও অনেক মধ্যবিত্ত, ছোট ব্যবসায়ী, চাকুরীজীবী মানুষও বিপদে রয়েছে। তাছাড়া আমাদের আশেপাশের অনেকেই করোনা পরিস্থিতিতে অর্থকষ্টে এবং খাদ্যের অভাবে আছেন। কিন্তু মুখ ফুটে লজ্জায় কারো কাছে চাইতে পারছে না। এদের পাশে এই সময় দাঁড়ানো আমাদের সকলেরই দ্বায়িত্ব ও কর্তব্য।
তাই দেশের এই ক্রান্তিলগ্নে মানবিক সাহায্যের উদ্দেশ্যে -“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এই স্লোগানের উপর ভিত্তি করে বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় সহযোগিতা করতে টেক্সটাইল ইন্সটিটিউট, টাঙ্গাইল এর প্রাক্তন ছাত্র ছাত্রীদের সংগঠন ‘এক্স-স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব টাঙ্গাইল টেক্সটাইল ইন্সটিটিউট (ইসাথি)’ এর পক্ষ থেকে ” মানবিক উপহার” নামে একটি উদ্যোগ নেওয়া হয়।
এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে :
আহ্বায়ক : মোঃ গোলাম কিবরিয়া ( রিপন ), চেয়ারম্যান পিপি ফোরাম, ইসাথি।
সদস্য সচিব : মোঃ আরিফুর রহমান সিদ্দিকী, প্রতিষ্ঠাতা, ইসাথি।
সদস্য :
১. ইঞ্জিঃ মাহবুব মৃধা সোহাগ , সভাপতি (২০১৮-২০২০) কেনিক, ইসাথি।
২. ইঞ্জিঃ মাহবুবুর রহমান ,সাধারণ সম্পাদক (২০১৮-২০২০) কেনিক, ইসাথি।
৩. ইঞ্জিঃ হাবিবুর রহমান, ট্রেজারার (২০১৮-২০২০) কেনিক, ইসাথি।
উক্ত কমিটির সার্বিক তত্ত্বাবধায়নে পূর্ব ঘোষিত নির্দিষ্ট তারিখ পর্যন্ত অর্থ সংগ্রহ করা হয়। এতে প্রায় ১০২৬১১/= টাকার একটি তহবিল গঠিত হয়।
পরবর্তীতে ইসাথির অফিসিয়াল মেইলে ঘোষিত নির্দিষ্ট সময়ের মধ্যে প্রায় ১৬ জন সহযোগিতার জন্য আবেদন করে। পরে তাদের সকলের দেয়া তথ্য যাচাই বাছাই করে তাদের পরিচয় সম্পূর্ণ গোপন রেখে সর্বোচ্চ স্বচ্ছতার সাথে প্রায় ৮০০০০/= টাকা নগদ অর্থ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিতরণের ব্যবস্থা করা হয়। অবশিষ্ট ২২৬১১/= টাকা পিপি ফোরামের নিকট সংরক্ষিত তহবিলে সঞ্চিত আছে।
যথাযথ ভাবে ‘মানবিক উপহার’ এর মাধ্যমে আবেদন কারী সকলেই উপকৃত হয়ে তারা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
উপরোক্ত ‘মানবিক উপহার’ তহবিলের সকল প্রকার আয় ব্যয়ের হিসাব বরাবরের মতো নিয়মিত ইসাথির অফিসিয়াল ফেসবুক পেজ ও গ্রুপ এর মাধ্যমে সকলের কাছে তুলে ধরা হয়েছে। যার ফলে এর কার্যক্রম সকলের কাছে প্রশংসিত হয়েছে।
উল্লেখ্য যে, ইসাথি ২০০৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই নিয়মিত অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি, নানা সময়ে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত ইসাথির সদস্যদের সহায়তা সহ নানাবিধ সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছে।
Writer: Jahidul Shuvo CU Campus Ambassador, Bunon