গত ২২ শে এপ্রিল রাজধানীর উত্তরায় পলওয়েল কারনেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল দেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের অন্যতম প্রধান সংগঠন অ্যাটেব(ATEB, Association of Textile Engineers Bangladesh) আয়োজিত ইফতার মাহফিল। উল্লেখ্য ATEB মূলত দেশের পাবলিক টেক্সটাইল কলেজগুলোর এলামনাই সংগঠনগুলির একটি সম্মিলিত বৃহত্তর সংগঠন। এটি ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। এটি এই সংগঠনটির আয়োজিত দ্বিতীয় ইফতার মাহফিল।

এই ইফতার মাহফিলে প্রধান অতিথির আসন অলংকৃত করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব, বস্ত্র ও পাট অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক মোঃ নুরুজ্জামান , এবং দেশের সকল সরকারী টেক্সটাইল কলেজের অধ্যক্ষ মহোদয়গণ।
উপস্থিত ছিলেন কলেজগুলোর এলামনাই নেতৃবৃন্দ ও সদস্য প্রকৌশলীরা।
ইফতারপরবর্তী মূল অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পাবনা টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজ , নোয়াখালী বেগমগঞ্জ টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজ, চট্টগ্রাম জোরারগঞ্জ টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজ, বরিশালের আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজ এবং নতুন তিনটি কলেজের পক্ষের প্রতিনিধিগণ।
পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সেসব কলেজের বর্তমান দায়িত্বপ্রাপ্ত সম্মানিত অধ্যক্ষগণ। তাঁদের বক্তব্যে উঠে আসে দেশের বস্ত্র প্রকৌশলী দের সম্ভাবনা, অর্থনীতিতে অবদান ও পেশাগত সংগ্রামের কথা। তাঁরা এও বলেন
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বাস্তবায়নযোগ্য্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন সম্মানিত প্রধান অতিথি জনাব মোঃ নুরুজ্জামান। তিনি সরকারী টেক্সটাইল কলেজগুলোর আইবি’র সদস্যপদলাভের পক্ষে এলামনাইদের সাথে একাত্মতা প্রকাশ করেন। তিনি কলেজগুলোর শিক্ষা ও অবকাঠামোর পর্যায়ক্রমিক মানোন্নয়ন ও বিশ্ববিদ্যালয়ে উন্নিত করার যে প্রত্যাশা তাঁর প্রতি সমর্থন জ্ঞপান করেন। বিপুল মেধাবী এই জনশক্তিকে নিয়ে তিনি প্রবল আশাবাদ ব্যক্ত করেন। তরুণ প্রকৌশলীদের প্রশিক্ষণ কর্মশালা, গবেষণা ও দক্ষতা বিনির্মানের সুযোগেরও আশ্বাস দেন তিনি।
পরিশেষে ডিনার বিতরণের মাধ্যমে অনুষ্টানটির সাবলিল সমাপ্তি ঘটে।
রিপোর্টার-
মোঃ আল-আমিন
পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ
সিনিয়র ক্যাম্পাস এম্বাসাডর, বুনন