বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, প্লানিং ও অপারেশন এসোসিয়েশন এর উদ্যোগে ২ ঘন্টাব্যাপী ” IE Excellence Training ” অনুষ্ঠিত হয়েছে রাজধানীর উত্তরায় BAGMA ইন্সটিটিউটে।

একুশ শতকের বাংলাদেশে টেক্সটাইল শিল্পে বিপ্লবের অন্যতম কারন টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলোর ক্ষতি হ্রাস করে, রিসোর্সগুলো সর্বোচ্চ ব্যাবহার করে উৎপাদন বৃদ্ধি করা। আর এসব কাজে সবচেয়ে বেশি অবদান ফেক্টরীগুলোর আই.ই, প্লানিং ও ওপারেশন ডিপার্টমেন্টগুলোর। তারই ভিত্তিতে বাংলাদেশ আই.ই, প্লানিং এবং অপারেশন এসোসিয়েশন (BIEPOA) কর্তৃক উক্ত ডিপার্টমেন্টে গুরুত্বপূর্ণ পদে থাকা প্রায় ৭০ জনকে সম্পূর্ণ বিনামুল্যে ” IE Excellence Training ” প্রদান করা হয় গত ৩রা জুন ২০২২ তারিখে রাজধানীর উত্তরায় BAGMA Institute – এ।

জুন মাসের প্রথম শুক্রবারে বিকেল ৫.০০ ঘটিকায় শুরু হওয়া এই ট্রেনিং সেশনটির শুরুতেই এসোসিয়েশন, ট্রেনিং, ট্রেইনার, এসোসিয়েশনের ব্যাক্তিবর্গ, মিশন ও ভিশন সম্পর্কিত পরিচিত পর্ব করা হয়। পরিচিতি পর্ব শেষে ট্রেনিং এর ১ম পর্বে খুব চমৎকারভাবে উপস্থাপন করেন মোঃ শাহিনুজ্জামান শাহীন ( জিএম আই.ই, শান্তা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ডিইপিজেড )। তিনি মূলত IE job responsibility, IE job procedure, QCO ( Quick change over), Productivity Improvement, Super market system policy, Best Practice in RMG sector সহ নানা বিষয় নিয়ে পরিষ্কার ও বিস্তারিত রিভিউ দেন। ১ম পর্ব শেষে সামান্য বিরতির পরে ট্রেনিং এর ২য় পর্ব শুরু হয় যেখানে শাহাজাদা চৌধুরী সাজু (জিএম অপারেশন, বিগবস কর্পোরেশন লিমিটেড) ব্যবসার উন্নয়নের জন্যে ” Lean Transformation Programme” বিষয়ে সাবলীল উপস্থাপনা করেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সৈয়দ ফজলে মোস্তাকিন ইমন (জিএম আই.ই, রবিনটেক্স গ্রুপ) খাইরুল ইসলাম মিঠু (ডিজিএম অপারেশন, ফ্যাশন পাওয়ার গ্রুপ) আব্দুর রশিদ ( ডিজিএম অপারেশন, শামস গ্রুপ)। রায়হান কবির, আল রাকিব রাজিব , মোঃ মোজাহেরুল হান্নান, ফরহাদ এ আজম চৌধুরী, মোঃ মোশাররফ হোসাইন, ওমর ফারুক শামীম, জাহিদুল ইসলাম রিদয়, ইঞ্জিনিয়ার মামুন ভুইয়া সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
পরিশেষে উপস্থিত সবার পরামর্শ, মতামত গ্রহণ ও বর্ণাঢ্য স্থিরচিত্র ধারণ করে ট্রেনিং সেশনটির সমাপ্তি ঘোষনা করা হয়।
রিপোর্টার-
মোঃ আল-আমিন
সিনিয়র রিপোর্টার, বুনন