34 C
Dhaka
Monday, May 23, 2022
Home News & Analysis International News আমদানি রপ্তানি সম্পর্কে পাঞ্জিভার মতামত

আমদানি রপ্তানি সম্পর্কে পাঞ্জিভার মতামত

পাঞ্জিভা একটি বৈশ্বিক বাণিজ্য তথ্য ভিত্তিক নিউ ইয়র্কের একটি সংস্থা। যার জুন, ২০২০ এর একটি গবেষনা থেকে জানা যায় যে, বাংলাদেশী পোশাক রপ্তানি আমেরিকায় ২০১৯ এর এপ্রিল এর তুলনায় ২০২১ এর এপ্রিলে একই সময়ে প্রায় ১.৬% কমে গেছে। পাঞ্জিভা আরো জানায়, বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের ও শ্রীলংকার পোশাক রপ্তানি যথাক্রমে ১০.১% কমে গিয়েছে। এবং ২০২০ এ US এ আমদানি কমেছে প্রায় ৯.৩% ।

এদিকে বাংলাদেশ থেকে ইউরোপ, আমেরিকার একটা বিরাট সংখ্যক অর্ডার বাতিল হয়েছে। যার ফলে অনেক বড় একটি ক্ষতির সম্মুখীন হতে হয়েছে বাংলাদেশের পোশাক খাতকে। এদিকে US সামুদ্রিক আমদানির তথ্য থেকে জানা যায় যে, বাংলাদেশ থেকে করোনায় ২০১৯ এর তুলনায় ২০২০ এর মে পর্যন্ত ৬.২% আমদানী প্রবৃদ্ধি ঘটেছে। যেখানে ইউএস আমদানিকারকের বেশিরভাগ ছিল অফ ব্র্যান্ড বা ছোট উদ্যোক্তা। আমদানির ক্ষেত্রে তারা ইউএস এর প্রধান ব্র্যান্ড গুলোকে অনুসরণ করেছে। সেক্ষেত্রে তাদের মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা যায় বলে জানায় পাঞ্জিভা।

S&P Global থেকে জানা যায় যে, H&M এর সাথে সংযুক্ত শিপমেন্ট গুলো প্রায় ১৩.৫% বৃদ্ধি পেয়েছে। এদিকে আবার Levi Strauss & Co এবং PVH Corp এর আমদানি যথাক্রমে প্রায় ৪৭.৮% এবং ৬৮.৭% কমে গিয়েছে। আরও জানায় যে, কোভিডের অতিরিক্ত বৃদ্ধি বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল সাপ্লাই চেইন বন্ধ করে দেবার আশঙ্কায় ফেলতে পারে। উৎপাদনের উপরে এটি একটি বিরুপ প্রতিক্রিয়া ফেলতে পারে বলেও জানায় পাঞ্জিভা।

রিপোর্টারঃ
ফারহানা ইয়াসমীন 
IA News Reporter, বুনন

Most Popular

অল ওভার প্রিন্টিং সেক্টরের বর্তমান চ্যালেঞ্জ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

“অল ওভার প্রিন্টিং টেকনোলজিস্টস বাংলাদেশ - এওপিটিবি” সংগঠন অল ওভার প্রিন্টিং সেক্টরের বর্তমান চ্যালেঞ্জ বিষয়ক একটি অনলাইন সেমিনার করেন। অনলাইন সেমিনারটি রবিবার...

১২তম বাংলাদেশ ডেনিম এক্সপোর সফল আয়োজন

সফলভাবে আয়োজিত হয়েছে ১২তম বাংলাদেশ ডেনিম এক্সপো। দুই বছর করোনা মহামারির বিরতির পর গত ১০ ও ১১ মে ঢাকার বসুন্ধরা কনভেনশন সেন্টারে...

বাংলাদেশ আই.ই, প্লানিং এন্ড অপারেশন এসোসিয়েশন এর প্রধান উপদেষ্টামন্ডলী গঠিত

একুশ শতকের বাংলাদেশে টেক্সটাইল শিল্পে বিপ্লবের অন্যতম কারন টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলোর ক্ষতি হ্রাস করে, রিসোর্স গুলো সর্বোচ্চ ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করা। আর...

বিশ্বসেরা গবেষকদের তালিকায় নিটারের শিক্ষক

বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান করে নিয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর সহকারী অধ্যাপক ড....

শ্রমিক ছাঁটাই বিষয়ে বিজিএমইএ-এর বক্তব্য

আজ ৬ জুন ২০২০ তারিখে ‘গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন’ ব্যানারে একটি সংবাদ সম্মেলনের প্রতি বিজিএমইএ কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। বিজিএমইএ মনে...

হিউম্যান টেক্সটাইল (Human Textile)- মানুষের ত্বকের কোষ দিয়ে সুতা তৈরি কী সম্ভব?

বিজ্ঞানীরা এখন বিভিন্ন গবেষণা নিয়ে ব্যাস্ত। টেক্সটাইল জগত ও এখন আর ফ্যাক্টরিতে সীমাবদ্ধ নেই। বিভিন্ন ধরনের গবেষণা হচ্ছে, উম্মোচিত হচ্ছে নতুন...

১২তম বাংলাদেশ ডেনিম এক্সপোর সফল আয়োজন

সফলভাবে আয়োজিত হয়েছে ১২তম বাংলাদেশ ডেনিম এক্সপো। দুই বছর করোনা মহামারির বিরতির পর গত ১০ ও ১১ মে ঢাকার বসুন্ধরা কনভেনশন সেন্টারে...